ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে নির্মাণ হচ্ছে পাঁচ ভাস্কর্য

প্রকাশিত: ১১:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০১৯

রাবিতে নির্মাণ হচ্ছে পাঁচ ভাস্কর্য

রাবি সংবাদদাতা ॥ জ্ঞান-বিজ্ঞানে নিবেদিত মনীষীদের অবদান ও এর ইতিহাস সংরক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণ হচ্ছে ৫টি ভাস্কর্য। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই ৫টি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, প্রধান ফটক সংলগ্ন শাবাশ বাংলা মাঠে নির্মাণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইউরাল সম্বলিত ‘ওয়েবসাইট’ ভাস্কর্য। শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে নির্মাণ হচ্ছে ‘বই’র ভাস্কর্য যা উন্নত বিদ্যাপীঠের নির্দেশক। পাশাপাশি ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা ও স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের মাঝে স্থাপিত হয়েছে ‘কিউব’ ভাস্কর্য। এতে ৮ বিজ্ঞানীর সংক্ষিপ্ত জীবনকর্ম উল্লেখিত থাকবে। মুক্তিযোদ্ধার পরিবারকে সহায়তা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ সেপ্টেম্বর ॥ মহান মুক্তিযুদ্ধের পর দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম তৈরির কারিগর ও সাক্ষরতা আন্দোলন শতভাগ বাস্তবায়নকারী ও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি কেষ্টপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মোকছেদ আলীর পরিবারকে সোমবার আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। জেলা প্রশাসক বিকেলে প্রয়াতের বাড়িতে গিয়ে মোকছেদ আলীর স্ত্রী ও সন্তানের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দিয়ে তাদের নতুন একটি বাড়ি নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আলম মামুন প্রমুখ।
×