ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় ফিল্মি স্টাইলে গরু লুট ॥ গ্রেফতার ৬

প্রকাশিত: ১১:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০১৯

পটিয়ায় ফিল্মি স্টাইলে গরু লুট ॥ গ্রেফতার ৬

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর ॥ পটিয়ায় ফিল্মি স্টাইলে একটি গরুর খামার থেকে গরু লুটের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালা মসজিদ এলাকার খামারি মোঃ মফিজের গরুর খামারে এ ঘটনা ঘটে। খামারটি সিসিটিভি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু অস্ত্রধারী সংঘবদ্ধ গরু লুটচক্র গভীর রাতে প্রবেশ করে দারোয়ানকে রশি দিয়ে বেঁধে রেখে ৪টি দামী গরু লুট করে নিয়ে যায়। এর আগে খামারের ৪টির মধ্যে ৩টি ক্যামেরা ভেঙ্গে দেয়া হয়েছে। তবে একটি ক্যামরায় অস্ত্রধারী গরু লুট চক্রের তা-বের দৃশ্য রেকর্ড হয়েছে। এদিকে উপজেলার কেলিশহর ইউনিয়ন এলাকা একটি মহিষ চুরি করে পিকআপে করে নিয়ে যাওয়ার সময় পটিয়া থানার টহল পুলিশ মহিষসহ ৬ জনকে গ্রেফতার করেছে। তারা হলো- কেলিশহর গুচ্ছগ্রাম এলাকার সুজন, পারভেজ, সায়েম, লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকার আলমগীর, আবদুস ছবুর ও সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহ এলাকার জামাল হোসেন। মাগুরায় ছাত্রীর হত্যাকারী স্বামীর শাস্তি দাবি নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ সেপ্টেম্বর ॥ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৮ম সেমিস্টারের মেধাবী ছাত্রী সোভা নাজনীনের হত্যাকারী স্বামী রবিউল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে মানববন্ধন করেছে মাগুরা পলিটেকনিকের ছাত্র-ছাত্রীরা। তারা পলিটেকনিকের সামনের মাগুরা- ঝিনাইদহ সড়কের পাশে মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। তারা মেধাবী ছাত্রী সোভা নাজনীনের হত্যাকারী স্বামী রবিউল ইসলামের শাস্তির দাবি জানান। ঘাতক স্বামী রবিউল ইসলামের বাড়ি মাগুরার শেওলাডাঙ্গা গ্রামে। সে উক্ত গ্রামের সোহরাব হোসেনের ছেলে। গত ১২ জুলাই ২০১৯ তাদের বিয়ে হয়েছিল। তিনি অভিযোগ করেন, তার মেয়েকে যৌতুকের জন্য তার স্বামী রবিউল ইসলাম পিটেয়ে হত্যা করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর রাতে স্বামী রবিউল ইসলাম স্ত্রী শোভা নাজনীনকে পিটিয়ে হত্যা করে।
×