ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯

অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ॥ খোয়াই নদী উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল ১০টা থেকে শহরের মাহমুদাবাদ এলাকা থেকে এই উচ্ছেদ অভিযানের সূচনা করা হয়। ডিসি মাহমুদুল কবীর মুরাদ ও এডিসি (রেভিনিউ) তারেক মোহাম্মদ জাকারিয়ার সার্বিক তত্ত্বাবধানে এই উচ্ছেদ চলাকালে প্রথম দিনে নদীর মধ্যে নির্মিত ৩০টি ছোট-বড় দালান-কোঠা, গাছ-গাছালিসহ অন্যান্য সামগ্রী গুঁড়িয়ে দেয়া হয়। ডেঙ্গুবিষয়ক সভা ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ে ‘ডেঙ্গু বিস্তারের কারণ ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বাংলাদেশ ট্রপিক্যাল কান্ট্রি হওয়ায় ডেঙ্গুর প্রভাব দিন দিন ছড়িয়ে পড়ছে। যার মূলে রয়েছে বৈশি^ক উষ্ণায়ন। তাই বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে এই ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।
×