ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঘাবাড়ী নৌবন্দর হুমকির মুখে

প্রকাশিত: ১১:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯

বাঘাবাড়ী নৌবন্দর হুমকির মুখে

নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ॥ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাঘাবাড়ী নৌবন্দর হুমকির মুখে পড়েছে। সরকার হারাচ্ছে বছরে প্রায় এক কোটি টাকা রাজস্ব । জানা গেছে, বিআইডব্লিউটি-এর বাঘাবাড়ী নৌবন্দরটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বন্দর। সরকার প্রতি বছর এই বন্দরের ইজারা খাত থেকে বিপুল পরিমাণ অর্থরাজস্ব পায়। বাাঘাবাড়ী বন্দরের পাশে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনার তেল ডিপো। সরকারী সার, তেল, ধান, চালসহ বেসরকারী বিভিন্ন মালামাল এই বন্দর থেকে লোড-আনলোড করা হয়। বাঘাবাড়ীতেই রয়েছে সরকারী বাফার গুদাম। সরকার এসব থেকে প্রচুর পরিমাণ রাজস্ব পায় এবং এই বন্দরের সঙ্গে রয়েছে প্রায় এক হাজার শ্রমিকের ভাগ্য। হঠাৎ করেই পার্শ্ববর্তী উপজেলা বেড়ার প্রভাবশালী মহল বেড়ার হুরাসাগর নদীর পাশে কিছু মালিকানাধীন জমি ও সরকারী জায়গা ভরাট করে সেখানে গড়ে তুলেছেন বিআইডব্লিউটি-এর অনুমোদনহীন বন্দর। সেখানে প্রভাব খাটিয়ে কার্গো ও জাহাজ লোড আনলোড করছেন। ফলে সরকার বাঘাবাড়ী বন্দর থেকে রাজস্ব হারাচ্ছেন অপরদিকে বেড়া অনুমোদনহীন বন্দর থেকেও কোন রাজস্ব পাচ্ছে না। অবৈধভাবে বেড়াতে বন্দর গড়ে তোলায় বাঘাবাড়ী বন্দররের শ্রমিকরা বেকার হওয়ার পথে সেই সঙ্গে হারাতে বসেছে এ বন্দরটির ঐতিহ্য। বেড়াতে অবৈধ্যভাবে নদী ভরাট করার ফলে বাঘাবাড়ী ও নগরবাড়ী বিআইডব্লিউটি-এর বন্দরে যোগাযোগ ব্যাবস্থাও ঝুঁকির মুখে পড়ছে। তাছাড়া, বেড়াতে মালামাল রাখার জন্য গোডাউন না থাকায় খোলা আকাশের নিচে মালামাল রাখায় এসব মালামালও অরক্ষিত থাকবে এবং গুণগত মান হারাবে। সাতক্ষীরায় তক্ষকসহ আটক ৫ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ র‌্যাবের অভিযানে তক্ষকসহ ৫ জনকে আটক করা হয়েছে। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সোমবার সকালে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের মোকসেদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার জানান, মোকসেদপুর গ্রামে কতিপয় চোরাকারবারি জীবিত বন্যপ্রাণী তক্ষক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত ৫ চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্লাটিকের ঝুড়িতে জাল দ্বারা আবৃত একটি তক্ষক সাপ জব্দ করা হয়। আটককৃতরা হলো উজ্জ্বল দাস, সুরঞ্জন বৈরাগী, ইদ্রিস আলী, মমিন মোল্লা ও খায়রুজ্জামান।
×