ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে দুই শিক্ষক অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩২, ১৭ সেপ্টেম্বর ২০১৯

সৈয়দপুরে দুই শিক্ষক অপসারণ দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সহকর্মী অধ্যাপিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে নীলফামারীর সৈয়দপুর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের তালা খুলতে বাধা দিয়ে কক্ষটি তালা দিয়ে রেখেছে। সোমবার সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীরা মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে। এ ঘটনায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ও সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার আশ^াস দেন। এজন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমারকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আবুল হাসনাত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন। শিক্ষার্থীদের অভিযোগ রবিবার বিকেল ৫টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ক্যাপ্টেন সামসুল হুদা মৃধা সড়কে নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন স্মৃতিস্তম্ভ পরিষদের অফিসে সৈয়দপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন একই কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকাসহ আপত্তিকর অবস্থায় এলাকাবাসী হাতে আটক হন। সেখানে তাকে চরমভাবে লাঞ্চিত করে এলাকাবাসী। অধ্যক্ষের সংবাদ সম্মেলন ॥ ঘটনাটি বানোয়াট ও মিথ্যা আখ্যা দিয়ে নিজ বাসভবনে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে সৈয়দপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন। এ সময় তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল নানা কারণে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন ও মানসম্মান ক্ষুণœœ করতে ওই অপপ্রচার চালায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
×