ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনার ২৭ শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে

প্রকাশিত: ১১:৩১, ১৭ সেপ্টেম্বর ২০১৯

খুলনার ২৭ শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্টে খুলনার তিনটি কলেজের ২৭ শিক্ষার্থীর ফল প্রকাশ না করায় (রিপোর্টেড) তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। রেজাল্ট না পাওয়ায় ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে। ফলে রেজাল্ট না পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম হতাশায় ভুগছেন। ফল প্রকাশ না হওয়া শিক্ষার্থীদের পক্ষে এক অভিভাবক প্রণব কুমার নন্দী রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদখালী কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া তানজির, আরাফা খাতুন, পিংকী নন্দী, মানছুরা, ইব্রাহিম, লিটন হোসেন, নাইম হাসান, নমিতা হালদার এবং শালিখা কলেজের তিন্নি রানী কর্মকার, সুফিয়া খাতুন, শারমিন, জুলি খাতুন, সুমন, রাহাত। সংবাদ সম্মেলনে ফল না পাওয়া শিক্ষর্থীরা তাদের শিক্ষাজীবন রক্ষায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ও রাড়ুলি কলেজ এবং পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার শালিখা কলেজের শিক্ষার্থীরা বিগত এইচএসসি পরীক্ষায় রাড়ুলি (৩৮৪ নম্বর) কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তারা পরীক্ষায় যথানিয়মে অংশগ্রহণ করেন এবং কোন প্রকার অনিয়মের আশ্রয় নেননি। গত ১৭ জুলাই সকল বোর্ডের পরীক্ষার ফল প্রকাশ হলেও ওই তিনটি কলেজের ২৭জনের ফল রিপোর্টেড (প্রকাশ করা হয়নি) করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজের প্রিন্সিপালের কাছে জানতে চাইলে তারা কোন সদুত্তোর দিতে পারেননি। পরে কেন্দ্র সচিবের কাছে রিপোর্টেডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনিও সন্তোষজনক কোন জবাব দিতে পারেননি। এরপর গত ২৩ জুলাই যশোর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার মাধবচন্দ্র রুদ্রর সঙ্গে তারা দেখা করেন। এ সময় তিনি তাদের জানান, ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় হাতের লেখা দু’রকম থাকায় তাদের রিপোর্টেড করা হয়েছে। শিক্ষর্থীরা বলেন, আমরা যথানিয়মে নিজেরাই খাতায় উত্তর লিখেছি ও নির্দোষ দাবি করলে কন্ট্রোলার মাধবচন্দ্র রুদ্র বিষয়টি তদন্ত করবেন বলে তাদের আশ্বস্ত করেন। এদিকে এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার মাধবচন্দ্র রুদ্র বলেন, ওই পরীক্ষার্থীদের খাতায় মারাত্মক কিছু অসংলগ্নতা রয়েছে। ফলে পরীক্ষকরা তাদের রিপোর্টেড করেছে। এ ব্যাপারে ইতোমধ্যে তদন্ত হয়েছে। কেন্দ্র ও পরীক্ষা কমিটির এর সঙ্গে কোন সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
×