ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়াকিন পলিমারের ৩ কোটি শেয়ার লক ফ্রি হচ্ছে ২২ সেপ্টেম্বর

প্রকাশিত: ১০:৩০, ১৭ সেপ্টেম্বর ২০১৯

ইয়াকিন পলিমারের ৩ কোটি শেয়ার লক ফ্রি হচ্ছে ২২ সেপ্টেম্বর

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমারের উদ্যোক্তা/পরিচালক এবং উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণকারীদের হস্তান্তরকৃত ৩ কোটি ২ লাখ ৫০ হাজার শেয়ার আগামী ২২ সেপ্টেম্বর বিক্রয়যোগ্য (লক ফ্রি) হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানির প্রসপেক্টাস সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির আইপিও পূর্ব ৩ কোটি ৯০ লাখ শেয়ার ছিল। এর মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের ১ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৫০০টি এবং উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণকারীদের হস্তান্তরকৃত শেয়ার ছিল ১ কোটি ৬২ লাখ ২২ হাজার ৫০০টি। এসব শেয়ার ৩ বছর লক-ইন যোগ্য। যে ৩ বছরের মেয়াদ আগামী ২১ সেপ্টেম্বর পূর্ণ হচ্ছে। যাতে আগামী ২২ সেপ্টেম্বর শেয়ারগুলো বিক্রয়যোগ্য হবে। পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণকারীদের জন্য ৩ বছর লক-ইন প্রযোজ্য হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×