ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড. কালাম স্মৃতি এক্সেলেন্স পদকের জন্য শেখ হাসিনা মনোনীত

প্রকাশিত: ১০:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০১৯

 ড. কালাম স্মৃতি  এক্সেলেন্স পদকের জন্য শেখ হাসিনা মনোনীত

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এওয়ার্ডস-২০১৯’ পদকের জন্য মনোনীত হয়েছেন। ভারতের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পদকটি চালু করা হয়। -খবর বাসসর। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেস উইং সূত্রে বাসসকে বলা হয়েছে, ‘রাজধানীতে আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে পদকটি হস্তান্তর করা হবে।’ ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক এ্যাডভাইসোরি কমিটি শেখ হাসিনাকে এই পদকের জন্য মনোনীত করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তাঁর অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য তাঁকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।
×