ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটক সাজিয়ে প্রস্তাব!

প্রকাশিত: ১০:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৯

নাটক সাজিয়ে প্রস্তাব!

রাশিয়ায় এক্সট্রিম প্রপোজাল নামে একটি বিশেষ সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে যারা অভিনেতা পাঠিয়ে, নাটক সাজিয়ে বিয়ের প্রস্তাবকে চমকপ্রদ করতে প্রেমিক-প্রেমিকাদের সহায়তা দিয়ে থাকে। সেজন্য সাত শ’ (১০ ডলার) থেকে ৬০ হাজার রুবল (নয় শ’ ডলার) পর্যন্ত খরচ হয়। এই বিশেষ বাহিনীর প্রতিষ্ঠাতা সের্গেই রডকিন। তিনি বলছেন, ২০১০ সালের দিকে বন্ধুদের জন্য তিনি মজার ছলে এমন নাটক সাজাতেন। পরে সেটিই একটি কোম্পানি দাঁড়িয়ে যায়। সময় লেগেছিল মাত্র চার বছর। এখন তার মতো একই সেবা দিচ্ছে ১৩টি প্রতিযোগী কোম্পানি। যারা এসব প্রতিষ্ঠানের অভিনেতা হিসেবে কাজ করছেন তাদের মধ্যে সেনা ও পুলিশের জওয়ান রয়েছেন। আর সেকারণে এই সাজানো মাদকবিরোধী অভিযানকে মারাত্মক বাস্তব মনে হয়। নাটককে বাস্তবসম্মত করতে লোকজনকে হাতকড়া পড়ানো, মাটিতে ফেলে তল্লাশি, গাড়ির গায়ে ঠেসে ধরে রাখা এমন অনেক কিছুই তারা করেন। তারা মূলত খণ্ডকালীন কর্মী, কারণ স্থায়ীভাবে এই অভিনেতার কাজ করার জন্য এতটা চাহিদা তৈরি হয়নি। সের্গেই রডকিন একটু আক্ষেপ করে বলছিলেন, তার কাছে সেবা নেয়া প্রেমিক-প্রেমিকাদের কোন কল্পনাশক্তি নেই। তারা সবাই ওই একই নাটক চায়। আর হলো মাদকবিরোধী অভিযান, গ্রেফতার নাটক ইত্যাদি। -বিবিসি
×