ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন জেলা ডেঙ্গুমুক্ত ॥ ঢাকা ও বাইরে রোগী ভর্তি কমেছে

প্রকাশিত: ১০:৩১, ১৬ সেপ্টেম্বর ২০১৯

  তিন জেলা ডেঙ্গুমুক্ত ॥ ঢাকা ও বাইরে  রোগী ভর্তি  কমেছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে এখনও ৬১ জেলায় ডেঙ্গু রোগী রয়ে গেছে। বর্তমানে চুয়াডাঙ্গা, নীলফামারী ও হবিগঞ্জ জেলা ডেঙ্গুমুক্ত। রবিবার ঢাকায় ২০ শতাংশ ও ঢাকার বাইরে ১২ শতাংশ ভর্তি রোগী কমেছে। এ বছর সর্বমোট ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৮১,১৮৬ ও ৭৮,৪৩৭ জন। সারাদেশে এ পর্যন্ত মোট রোগীর ৯৭ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। রবিবারও রাজধানীর তুলনায় ঢাকার বাইরে দ্বিগুণ নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৬১৯ ও ১,০৬৯ জন। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৬৩ ও ৪১৫ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৪৫৬ ও ৬৫৪ জন। সারাদেশে বর্তমানে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বমোট সংখ্যা ২,৫৪৬ জন, যা আগের দিনের তুলনায় ১৫ শতাংশ কম। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১,০৩৩ জন এবং ঢাকার বাইরে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১,৫১৩ জন। ঢাকা ও ঢাকার বাইরে বর্তমানে ভর্তি রোগী যথাক্রমে ২০ ও ও ১২ শতাংশ কমেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩ মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তাদের মধ্যে ১০১ মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৬০ মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে বলে জানিয়েছে আইইডিসিআর। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগের ১৩ জেলায় ২৬৮ জন, ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ৫৪ জন, চট্টগ্রামের ১১ জেলায় ১৯৬ জন, খুলনা বিভাগে ১০ জেলায় ৬১৫ জন, রাজশাহী বিভাগের ৮ জেলায় ১২৯ জন, রংপুর বিভাগের ৮ জেলায় ৩৪ জন, বরিশাল বিভাগের ৬ জেলায় ১৯২ জন এবং সিলেট বিভাগের ৪ জেলায় ১৫ জন নতুন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। সূত্রটি আরও জানায়, ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে বর্তামানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪৭ জন, মিটফোর্ড হাসপাতালে ১৮৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ২৮ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০৪ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ জন, রাজারবাগের পুলিশ হাসপাতালে ১৩ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৯ জন, কুয়েট বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৪ জন নতুন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। সাতক্ষীরা ॥ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ১০ ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ নিয়ে জেলায় রবিবার পর্যন্ত মোট ৬২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৪১ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৪৪১ জন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে আরও ১৪৭ জনকে। জলাবদ্ধতার কারণে সাতক্ষীরার ডেঙ্গুর প্রভাব মুক্ত করা যাচ্ছে না বলে মনে করছেন সচেতন মহল। তারা মনে করেন, অসচেতনতার কারণে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। তবে সাতক্ষীরা জেলা প্রশাসক আশা করেন অল্পদিনের মধ্যে ডেঙ্গু মুক্ত হয়ে যাবে সাতক্ষীরা। এ জন্য জেলাজুড়ে নিরলস কাজ করছে জেলা প্রশাসন।
×