ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বিঘ্নে পাসপোর্ট পেতে বিজ্ঞপ্তি জারি

প্রকাশিত: ১০:০২, ১৬ সেপ্টেম্বর ২০১৯

 নির্বিঘ্নে পাসপোর্ট পেতে বিজ্ঞপ্তি জারি

স্টাফ রিপোর্টার ॥ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসসমূহে আগত সেবা প্রত্যাশী নাগরিকদের নির্বিঘ্নে পাসপোর্ট সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় নির্দেশনাবলী পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। রবিবার পাঠানো অধিফতরের সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ আজিজুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্র জমাকালে মূল জাতীয় পরিচয়পত্রের সনদ/অনলাইন জন্মসনদ সঙ্গে রাখতে হবে। পাসপোর্ট আবেদনের জন্য পরিচিতি উপযুক্ত ব্যক্তি দ্বারা প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে হবে। পাসপোর্টের বিশেষ সেবা প্রাপ্তি (বিশেষত: যথাসময়ে পাসপোর্ট না পাওয়া) বা অভিযোগ লিপিবদ্ধের জন্য ওয়েবসাইটি (www. dip.gov.bd) অথবা facebook পেইজে (Department of Immigration and passports, Bangladesh) ভিজিট করুন। তৈরিকৃত পাসপোর্ট অনতিবিলম্বে সংশ্লিষ্ট অফিস হতে গ্রহণ করুন। ইস্যুর তারিখ হতে পাঁচ বছর বা ততোধিককাল অবিলিকৃত পাসপোর্ট আগামী ৩০ দিনের মধ্যে সংগ্রহ না করা হলে তা বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। পাসপোর্টের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি’র বাইরে কাউকে কোন টাকা প্রদান করবেন না। দালাল ও প্রতারকচক্র হতে দূরে থাকবেন।
×