ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা ভোক্তা অধিকারের

প্রকাশিত: ১০:০১, ১৬ সেপ্টেম্বর ২০১৯

 সাত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা ভোক্তা অধিকারের

স্টাফ রিপোর্টার ॥ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মোড়কজাত পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকার অপরাধে সাত প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার রাজধানীর গুলশান ও বনানী এলাকায় এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আরেফিন ও মোঃ মাগফুর রহমান। সহকারী পরিচালক মোঃ মাসুম আরেফিন জানান, আজ (রবিবার) রাজধানীর গুলশান ও বনানী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন করার দায়ে ক্যাফে বিসমিল্লাহকে ২৫ হাজার টাকা, প্যালেস রেস্টুরেন্টকে ১০ হাজার, ফাস্টফুড রেস্টুরেন্টকে ১০ হাজার, সিনামোন রেস্টুরেন্টকে ৩০ হাজার, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করার দায়ে আল অ্যারাবিয়ান বেকারিকে ২০ হাজার, মোড়কজাত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং এমআরপি না থাকায় প্রিমিয়া সুইটসকে যথাক্রমে ১০ হাজার ও একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
×