ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায় সরকারী কলেজ শিক্ষককে অধ্যক্ষ নিয়োগ

প্রকাশিত: ১০:০০, ১৬ সেপ্টেম্বর ২০১৯

 ভিকারুননিসায় সরকারী কলেজ শিক্ষককে অধ্যক্ষ নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ নামী প্রতিষ্ঠান রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত সরকারী শিক্ষক ফওজিয়া রেজওয়ানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অধ্যক্ষ নিয়োগ নিয়ে নানা বিতর্কের মধ্যেই রবিবার রাজধানীর সবুজবাগ সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানকে অধ্যক্ষ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নানা বিরোধ আর বিতর্কের কারণে ভিকারুননিসা প্রায় ১০ বছর ধরে চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। এর মধ্যে বহুবার নিয়োগের উদ্যোগ হলেও শেষ পর্যন্ত জটিলতার কারণে বন্ধ হয়ে যায় উদ্যোগ। আবার নিয়োগ পরীক্ষায় প্রতিষ্ঠানটির বাইরের কেউ ভাল ফল করলেও আপত্তি তোলা হয় সব সময়। শিক্ষকদের একটি অংশ বাইরের শিক্ষক নিয়োগের বিরোধিতায় সব সময় থাকেন সক্রিয়। এমন এক অবস্থায় রবিবার বাইরে থেকে সরকারী কলেজের এক শিক্ষককে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয় মন্ত্রণালয়। নতুন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান বিসিএস শিক্ষা সংসদের একজন সদস্যও।
×