ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব বাণিজ্য সংস্থায় জাপানের বিরুদ্ধে কোরিয়ার অভিযোগ

প্রকাশিত: ০৯:৫২, ১৬ সেপ্টেম্বর ২০১৯

 বিশ্ব বাণিজ্য সংস্থায় জাপানের বিরুদ্ধে কোরিয়ার অভিযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ ¦বাণিজ্য সংস্থায় জাপানের বিরুদ্ধে রফতানি সীমিত করার অভিযোগ দায়ের করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। সিউলে এক সংবাদ সম্মেলনে দেশটির বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দক্ষিণ কোরিয়ায় রফতানি কমিয়েছে জাপান। জানান, সম্প্রতি মেমোরি চিপ ও হাই-স্পেক ডিসপ্লে তৈরিতে গুরুত্বপূর্ণ তিনটি রাসায়নিক রফতানি বন্ধ করে টোকিও। রফতানিতে বৈষম্যমূলক নীতি গ্রহণের মাধ্যমে জাপান বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি লঙ্ঘন করেছে বলেও দাবি দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর। এমন পদক্ষেপের কারণে সঙ্কটে পড়েছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন উৎপাদক স্যামসাং ও এলজি। জুলাইয়ের শুরুতে কূটনৈতিক ও বাণিজ্যবিরোধে জড়িয়ে পড়ে জাপান ও দক্ষিণ কোরিয়া।
×