ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আবার ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা

প্রকাশিত: ২৩:২০, ১৫ সেপ্টেম্বর ২০১৯

আবার ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা

অনলাইন ডেস্ক ॥ আবারও ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, সেখানকার ইসরায়েলবিরোধী প্রতিরোধ আন্দোলন ‘পিপল্‌স ফ্রন্ট’র সামরিক শাখা ‘আবু আলী মুস্তফা’ ব্রিগেডের যোদ্ধারা শনিবার রাতে গাজার খান ইউনুস এলাকার আকাশে গুলে করে ইসরায়েলি ড্রোনটি ভূপাতিত করেন। এ সম্পর্কে ইসরায়েলি বাহিনী এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গত সোমবার রাতেও গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে রাফাহ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ওই ড্রোনটি ভূপাতিত করেছিল। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি জঙ্গিবিমান, হেলিকপ্টার ও ড্রোনগুলো গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করে যাচ্ছে। ২০১৭ সালের ডিসেম্বর থেকে দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ২০০৬ সাল থেকে গাজা উপত্যকার ওপর জল, স্থল ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এর ফলে সেখানকার ১৭ লাখ অধিবাসী চরম মানবেতর জীবনযাপন করছেন। সূত্র: পার্সটুডে
×