ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওভাল টেস্টের নিয়ন্ত্রণে ইংল্যান্ড

প্রকাশিত: ১২:১০, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ওভাল টেস্টের নিয়ন্ত্রণে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ জোফরা আর্চারের বোলিং এবং বেন স্টোকসের ব্যাটিংয়ে ওভাল টেস্টের নিয়ন্ত্রণ এখন ইংল্যান্ডের হাতে। প্রথম ইনিংসে ২৯৪ রান করার পর জো রুটের দল প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছে ২২৫ রানে। ৬৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাট করছে স্বাগতিকরা। শনিবার তৃতীয়দিন এ রিপোর্ট লেখার সময় ২ উইকেটে ইংল্যান্ডের রান ছিল ১৯২। সবমিলিয়ে লিড ২৬১। জো ডেনলি ৭০ এবং স্টোকস ৫৩ রান নিয়ে ক্রিজে ছিলেন। তার আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের সর্বোচ্চ রান যথারীতি এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। তবে সেই সর্বোচ্চ সিরিজে স্মিথের নিজের সর্বনিম্ন। ফিরেছেন ৮০ রানে। এবারের সিরিজে স্মিথের যে অবিশ্বাস্য ফর্ম তাতে তাকে এই রানে ফেরানোও ইংল্যান্ডের জন্য কম পাওয়া নয়। স্মিথের উইকেট নিতে পারেননি আর্চার তবে বাকিদের গুঁড়িয়ে দিয়েছেন। ৬২ রানে নিয়েছেন ৬ উইকেট। আগেরদিন ৬৪ রানে অপরাজিত থাকা জস বাটলার ফেরেন ৭০ রানে। শেষ উইকেট নিয়ে মিচেল মার্শ পূরণ করেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে বিপদে পড়ে শুরুতেই। দুঃস্বপ্নের মতো কাটানো সিরিজে ডেভিড ওয়ার্নার ব্যর্থ আবার। এবার যদিও স্টুয়ার্ট ব্রডের বলে আউট হননি। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন আর্চারের বলে। আরেক ওপেনার হ্যারিসকেও ফেরান আর্চার। তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেন ও স্মিথ গড়েন ৬৯ রানের জুটি। ৪৮ রানে লাবুশেনকে ফিরিয়ে এই জুটিও ভাঙ্গেন আর্চার। এরপর এক পাশে রান করে গেছেন স্মিথ। আরেক পাশে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। কেউই লম্বা সময় সঙ্গ দিতে পারেননি স্মিথকে। আর্চারের পাশে জ্বলে ওঠেন এই ম্যাচের একাদশে ফেরা স্যাম কুরানও। তবে এদিন খুব ভাল বোলিং করতে না পারলেও ইংল্যান্ডকে সবচেয়ে কাক্সিক্ষত উইকেট এনে দেন ক্রিস ওকস। তার একটি সোজা বলে লাইন মিস করে বসেন স্মিথ। এলবিডব্লিউ হয়ে যান ৮০ রানে। সিরিজের ৬ ইনিংসে তার রান এখন ৭৫১। শেষদিকে নাথান লেয়ন ও পিটার সিডলের ৩৭ রানের জুটি কিছুটা কমায় ব্যবধান। তারপরও প্রথম ইনিংসে লিড পায় ইংল্যান্ড। ওয়ার্নার যেখানে চরমভাবে ব্যর্থ সেখানে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন আরেক আলোচিত তারকা স্টিভেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে এ নিয়ে টানা ১০ ইনিংসে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেন সাবেক অসি অধিনায়ক। এতে তার সময় লেগেছে ২০১৭ এ্যাশেজ থেকে চলতি এ্যাশেজ পর্যন্ত। ফলে ভেঙ্গে গেছে দুই দেশের দুই কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হক এবং ক্লাইভ লয়েডের রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে দু’জনে খেলেছেন টানা ৯টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস। পরশু অবশ্য শরীরটা একটু খারাপ না থাকলে সম্ভবত সেঞ্চুরি পেলেও পেতে পারতেন স্মিথ। ফ্লু নিয়ে তিনি খেলতে নেমেছিলেন। তার আগে টেস্ট ইতিহাসে শুধু একজন ব্যাটসম্যানই টানা ৬ ইনিংসে ন্যূনতম ৭৫ করে রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস ১৯৪৯ সালে এই কীর্তি গড়েছিলেন। এবার এ্যাশেজে সবমিলিয়ে প্রায় ৩১ ঘণ্টার মতো ব্যাট করেছেন স্মিথ। ওভাল টেস্টে অবশ্য অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস এখনও বাকি। অতিমানবীয় স্মিথ নিজেকে কোথায় নিয়ে যান সেটিই দেখার অপেক্ষা। একাডেমি কাপ ফুটবলের ফল স্পোর্টস রিপোর্টার ॥ বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দিনের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে এফসি খুলনা। শনিবার পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে খুলনা ১০-০ গোলে ভুঁইয়া এফএকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটা এগিয়ে যায়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে খুলনা গোলশূন্য ড্র করেছিল গোগনগর কেপিকের সঙ্গে। ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়েছিল। খুলনার সৌরভ হ্যাটট্রিক করেন। এছাড়া রাতুল হাওলাদার দুটি এবং রাতুল হাসান, তাহের, রোহান ও আবদুল্লাহ একটি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে এমকে গ্যালাকটিকো ৮-০ গোলে হারায় ধলেশ্বরী ফুটবল একাডেমিকে। জয়ী দলের মিজান হ্যাটট্রিক করেন।
×