ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লীগে টানা পাঁচ জয় অলরেডদের, ৫০ ম্যাচে না হারার রেকর্ড সাদিও মানের

লিভারপুলের নতুন ইতিহাস

প্রকাশিত: ১২:০৮, ১৫ সেপ্টেম্বর ২০১৯

লিভারপুলের নতুন ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্নের মতো গত মৌসুমটা পার করেছিল লিভারপুল। অল্পের জন্য ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিততে না পারলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উঁচিয়ে ধরে অলরেডরা। এবার যেন সেই প্রিমিয়ার লীগের শিরোপাও পুনরুদ্ধারের মিশনে নেমেছে জার্গেন ক্লপের দল। শনিবার লিভারপুল নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ৩-১ গোলের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। সেই সঙ্গে ইতিহাসের পাতায় জায়গা করে নেয় লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ১৪ ম্যাচে জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়ে। এই সময়ে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের জালে কমপক্ষে দুই কিংবা তারও বেশিবার বল জড়ায় জার্গেন ক্লপের দল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয়টি ২০১৯-২০ মৌসুমে লিভারপুলের টানা পাঁচ জয়েরও রেকর্ড। গত মৌসুমেও নিজের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছিল অলরেডরা। লীগের ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে এই রেকর্ড গড়ল লিভারপুল। তাদের আগে টানা দুই মৌসুমে টানা পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল চেলসি (২০০৯-১০/২০১০-১১) এবং ম্যানচেস্টার সিটি (২০১৫-১৬/২০১৬-১৭)। এ্যানফিল্ডে শনিবার ম্যাচ শুরুর ৭ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। উইলেমসের গোলে এগিয়ে যায় সফরকারী নিউক্যাসল ইউনাইটেড। প্রথম গোল হজম করেই যেন জ্বলে ওঠে স্বাগতিকরা। বিরতিতে যাওয়ার আগেই দুই গোল করেন সাদিও মানে। ২৮ মিনিটে সমতায় ফেরানোর পর ৪০ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন মানে। ম্যাচের ৭২ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি ঠুকে দেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এই ম্যাচের মাধ্যমে দারুণ এক রেকর্ড গড়লেন সাদিও মানে। প্রিমিয়ার লীগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একই ক্লাবের হয়ে ৫০ ম্যাচ খেলে তার সবকটিতেই জয়ের রেকর্ড গড়লেন তিনি। যা রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। এই সময়ে কোন ম্যাচে না হার দেখা মানের দল ৪১ ম্যাচে জয় আর বাকি ৯ ম্যাচে ড্র করেছে। এদিকে ডেভিড ডি গিয়ার ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার ব্যাপারে এখনও আশাবাদী কোচ ওলে গানার সোলসজায়ের। এর আগে ক্লাব যে খেলোয়াড়ের প্রতি আগ্রহ দেখিয়েছে তাকে রেখে দেবার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করেছে বলেই দাবি করেছেন তিনি। এ বছরই ওল্ডট্র্যাফোর্ডে গোলরক্ষক ডি গিয়ার শেষ বছর। নতুনভাবে চুক্তি না করলে আগামী গ্রীষ্মে ডি গিয়াকে ফ্রি ট্রান্সফার সুবিধাতে যে কোন দলই নিতে পারবে। ডি গিয়ার প্রতি দীর্ঘদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ইতোমধ্যেই চুক্তির শেষ পর্যায়ে আসা বেশ কিছু শীর্ষ খেলোয়াড়ের সঙ্গে সম্প্রতি জুভেন্টাসের চুক্তির রেকর্ড রয়েছে। যদিও ডি গিয়ার চুক্তি নবায়নের বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী কোচ। তিনি বলেন, ‘সবসময়ই আমরা বিশ্বের অন্যান্য গোলরক্ষকের ব্যাপারে খোঁজ রাখছি। তবে আমরা ডি গিয়াকে রেখে দেয়ার ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। সে নিজেও এ সম্পর্কে অবগত আছে। সবসময়ই আমরা চাই সেরা খেলোয়াড়দের নিয়ে দল গড়তে। এ জন্য আমরা যাকেই চেয়েছি তাকে রাখতে সমর্থ হয়েছি। এ ব্যাপারে ব্যর্থতার পরিসংখ্যান খুবই সামান্য। আমি জানি না কেন সে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে চাচ্ছে না। আমি সব ধরনের আলোচনার সঙ্গে জড়িত নই। তবে বিষয়টি নিয়ে আমি দারুণ আশাবাদী। ডি গিয়া আমাকে এ ব্যাপারে কখনই কিছু বলেনি। শুধু জানি সে ইউনাইটেডকে দারুণ ভালবাসে, এখানে সে আরও কিছুদিন থাকতে চায়।’
×