ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবাদের

প্রকাশিত: ১২:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছিল এবার বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। কিন্তু ভারত অনুর্ধ-১৯ দলের কাছে লো স্কোরিং ফাইনালে মাত্র ৫ রানে হতাশার হারে শিরোপা জেতার স্বপ্ন ভেঙ্গে গেছে বাংলাদেশের যুবাদের। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ভারতীয় যুবাদের ৩২.৪ ওভারে মাত্র ১০৬ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা আর আম্পায়ারদের দুটি ভুল সিদ্ধান্তে সেই সহজ লক্ষ্যটাই ছুঁতে পারেনি আকবর আলীর দল। শেষ পর্যন্ত বাংলাদেশ যুবারা গুটিয়ে যায় ৩৩ ওভারে ১০১ রানে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়ে ভারতীয় যুবা ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ফেলে তারা। দলীয় ৮ রানে ৩টি, ৫৩ রানে ৪ এবং ৬২ রানে ৭ উইকেট হারায় তারা। তবে অধিনায়ক ধ্রুব জুরেল ৫৭ বলে ৩৩ ও আট নম্বরে নেমে করণ লাল ৪৩ বলে ৩ চার, ১ ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেন। এরপরও ৩২.৪ ওভারে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় ভারতীয় যুবাদের ইনিংস। বাংলাদেশের পক্ষে অফস্পিনার শামীম হোসেন মাত্র ৮ রানে এবং পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ১৮ রানে ৩ উইকেট নিয়ে এ ধ্বংস চালিয়েছেন। প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জেতার মোক্ষম সুযোগ, লক্ষ্য মাত্র ১০৭। কিন্তু প্রথম ওভারেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তে এলবিডব্লিউ হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম (০) সাজঘরে ফেরেন। এরপর বাংলাদেশের ইনিংসে মড়ক লাগে পেসার আকাশ সিংহের ভয়ঙ্কর গতির তোপে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫১ রানেই ৬ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ দল। অধিনায়ক আকবর একাই লড়াই করে শেষ পর্যন্ত ৩৬ বলে ২৩ রান করে বিদায় নিতেই পরাজয়ের শঙ্কা ঘনীভূত হয়। তবে মৃত্যুঞ্জয়, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসানের দৃঢ়তায় জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ। কিন্তু মৃত্যুঞ্জয় ২১ রানে বিদায় নেয়ার পর তানজিমের বিপক্ষে অথর্ভ এঙ্কোলেকারের বলে ভুল এলবিডব্লিউ দেন আম্পায়ার। শেষ পর্যন্ত ৩৩ ওভারে ১০১ রানেই থেমে যায় বাংলাদেশের স্বপ্নযাত্রা। মূল ধসটা নামিয়েছেন বাঁহাতি স্পিনার অথর্ভ, তিনি ২৮ রানে ৫ উইকেট নেন। আর আকাশ নেন ৩ উইকেট। মাত্র মাসখানেক আগেও ভারতের কাছেই ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালেও হেরে গিয়েছিল আকবরের দল। এবার আরও বড় মঞ্চে মাত্র ৫ রানে হেরে আরেকবার শিরোপা স্বপ্ন ভেঙ্গে গেল।
×