ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত-দ. আফ্রিকা দ্বৈরথ শুরু আজ টি২০ দিয়ে

প্রকাশিত: ১২:০৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ভারত-দ. আফ্রিকা দ্বৈরথ শুরু আজ টি২০ দিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ এপ্রিলে টেস্টের শীর্ষস্থান ধরে রাখার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, তাদের লক্ষ্য তিন ভার্সনেই শ্রেষ্ঠত্ব অর্জন। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের ধাক্কা তারা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে ক্যারিবীয়দের তিন ভার্সনেই বিধ্বস্ত করেছে কোহলি এ্যান্ড কোং। এবার ঘরের মাটিতে ক্রিকেটের মোড়লদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে যাদের সময়টা মোটেই ভাল কাটেনি। তবে টি২০তে প্রোটিয়ারা কিন্তু ভারতের চেয়ে একধাপ এগিয়ে, তিন নম্বরে। দু’দলের রেটিংয়ের ব্যবধান মাত্র ১। সুতরাং নিজেদের মাঠে কোহলিদের সামনে সুযোগ এগিয়ে যাওয়ার। অন্যদিকে ছোট্ট ফরমেটে কুইন্টন ডি ককের হাত ধরে বিশ্বকাপের চরম ভরাডুবি ভুলে ঘুড়ে দাঁড়াতে চাইবে প্রোটিয়ারা। পূর্ণাঙ্গ সফরে পর্যায়ক্রমে সমান তিন ম্যাচের টি২০, টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে দ. আফ্রিকা। ধর্মশালায় খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারত এক নম্বরে, দক্ষিণ আফ্রিকা তিনে। ওয়ানডেতে অবস্থান যথাক্রমে দুই ও পাঁচে। টি২০তে তৃতীয় স্থানে থাকা কুইন্টন ডি ককদের পয়েন্ট ২৬২, চারে ভারতের ২৬১। ঘরের মাটিতে হট-ফেবারিট হিসেবে কোহলিদের সামনে সুযোগ প্রতিপক্ষকে টপকে আরও এগিয়ে যাওয়ার। উল্লেখ্য, ছোট্ট ফরমেটের সেরা দুই দল পাকিস্তান ও ইংল্যান্ডের রেটিং যথাক্রমে ২৮৩ ও ২৬৬। একটুর জন্য বিশ্বকাপের ফাইনালে ওঠা হয়নি। বহুল আলোচিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতের। কিন্তু দল হিসেবে তারা কতটা ব্যালেন্স সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরেই সেটি প্রমাণ হয়ে গেছে। জাসপ্রিত বুমরাহ, হারদিক পা-িয়া, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, মহেন্দ্র সিং ধোনির মতো তারকাদের ছাড়াই টি২০তে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ করার পর ওয়ানডেতে ক্যারিবীয়দের ২-০ ব্যবধানে উড়িয়ে দেয় কোহলিবাহিনী। ব্যাটিংয়ে একাই দৃশ্যপট বদলে দিতে পারেন ওপেনার রোহিত শর্মা। বিশ্বকাপে সেঞ্চুরির পর সেঞ্চুরি, রেকর্ডের পর রেকর্ডে যিনি এক হাতে দলকে সেমিতে তুলে নিয়েছিলেন। তবে সেমিতে বড় ধাক্কার পর অধিনায়ক কোহলি এবং সহ-অধিনায়ক রোহিতের মধ্যে বিরোধের যে খবর প্রকাশিত হচ্ছিল সেটিকে উড়িয়ে দিয়েছেন প্রধান কোচ রবি শাস্ত্রী। ভারতের ব্যাটিংয়ে মাঠের ক্রিকেটে অবশ্য দ্বৈরথটা এই দুুই তারকার মধ্যে। টি২০তে ৮৮ ইনিংসে রোহিতের রান ২৪২২। কোহলিও খুব পিছিয়ে নেই। মাত্র ৬৫ ইনিংসেই ২৩৬৯ রান অধিনায়কের। টি২০তে ভারতের হয়ে দু’জনের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার ইঁদুর-দৌড় খেলাটা নিশ্চয়ই আরও জমে উঠবে। টি২০ ক্যারিয়ারে এখনও পর্যন্ত সেঞ্চুরির দেখা না পাওয়া কোহলির মোট হাফ সেঞ্চুরি ২১টি। অন্যদিকে রোহিতের নামের পাশে সেঞ্চুরি সংখ্যা রেকর্ড ৪টি। হাফ সেঞ্চুরি ১৭টি। ব্যাটিংয়ে শিখর ধাওয়ান, তরুণ ঋষভ পন্থের কথাও আলাদা করে বলতে হবে। আছেন প্রতিভাবান মানীষ পা-ে ও শ্রেয়াস আইয়ার। টেস্টের কথা মাথায় রেখে যথারীতি বিশ্রামে বুমরাহ। তবে উইন্ডিজে বল হাতে গতির ঝড় তোলা নবদীপ সাইনি, তরুণ খালেদ আহমেদ ও দীপক চাহার দারুণ করছেন। স্পিনে রাহুল চাহার, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর টেলএন্ডে ব্যাট হাতেও দারুণ কার্যকর। অন্যদিকে বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া কুইন্টন ডি ককের অধীনে ছোট্ট ফরমেটের টি২০তে দক্ষিণ আফ্রিকার ভা-ারেও রয়েছে একঝাঁক ধুন্ধুমার ক্রিকেটার। ব্যাটিংয়ে ডেভিড মিলার, টেম্ব বাভুমা এবং অধিনায়ক ডি ককের দায়িত্ব অনেক। বাকিরা তরুণ। তবে কাগিসো রাবাদা, এ্যান্ডলে ফেকুওইয়ো, বুরান হেনড্রিক্স, তবারেজ শামসিদের নিয়ে গড়া বোলিং আক্রমণ বেশ বৈচিত্র্যপূর্ণ। যদিও ভারতের মাটিতে তারা কেমন করেন সেই প্রশ্ন থাকছেই। ২০০৬ থেকে মুখোমুখি ১৩ টি২০’র ৮টিতে জিতে এগিয়ে ভারত। দক্ষিণ আফ্রিকার জয় ৫ ম্যাচে। ২০১৫ সালে ভারত সফরে ২-০তে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা, অন্যদিকে সর্বশেষ গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে আবার ২-১’এ জিতেছিল ভারতীয়রা।
×