ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুকুর পোষার জন্য ফি

প্রকাশিত: ১১:১৮, ১৫ সেপ্টেম্বর ২০১৯

কুকুর পোষার জন্য ফি

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের লোকজনদের মধ্যে যারা কুকুর ভালবাসেন ও বাড়িতে পোষেন তাদেরকে এখন থেকে পাঁচ হাজার রুপী করে ফি দিতে হবে। শুধু তাই নয়, যদি কুকুর পোষার ইচ্ছা থাকে, তাহলেও প্রিয় পোষ্যটির জন্য দিতে হবে পাঁচ হাজার রুপী ফি। কুকুর পুষলে তার রেজিস্ট্রেশন ফি বাবদ পোষ্যের মালিককে ওই অর্থ দিতে হবে। রেজিস্ট্রেশন ফি ছাড়া রয়েছে নির্দেশিকা। তাতে বলা হয়েছে, বাড়ির পোষা কুকুরকে অপরিচ্ছন্ন অবস্থায় রাখলে বা অযতœ করলে পাঁচ শ’ রুপী জরিমানা করা হবে বাড়ির মালিকের। সেক্ষেত্রে প্রতিদিন নজরদারি চালাবে গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশেন বিশেষ টিম। সংশ্লিষ্ট নিয়ম জারি করতে ইতোমধ্যেই কাউন্সিলরদের নির্দেশ দেয়া হয়েছে। গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, এই নিয়ম না মানলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে পোষ্যের মালিককে। তবে বাড়ির পোষ্য কুকুরদের রেজিস্ট্রেশন করানোর আগ পর্যন্ত বেশ কিছু নিয়ম মানতে হবে মালিককে। মিউনিসিপ্যালিটির সাহায্যে নিয়মিত ভ্যাকসিনেশন কার্ড আপডেট, ব্রিডিংয়ের ব্যবস্থা ও ঠিকানার আপডেট করাতে হবে বলে জানানো হয়েছে। শুধু গাজিয়াবাদ নয়, এই নিয়ম চালু হতে চলেছে দিল্লী ও গুরুগ্রাম মিউনিসিপ্যালিটি এলাকাতেও। -টাইমস অব ইন্ডিয়া
×