ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে সাদের নির্বাচনী প্রচার শুরু

প্রকাশিত: ১১:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৯

সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে সাদের নির্বাচনী প্রচার শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও দলের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ। শনিবার দুপুরে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও জোহরের নামাজ আদায় করেন। এরপর হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদ এরশাদ সিলেটে দুই মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করার কথা জানান। এ সময় কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাদ। কান্নাজড়িত কণ্ঠে সাদ বলেন, তার বাবাকে ছাড়া এই প্রথম সিলেট সফর করলেন তিনি। জিয়ারত শেষে মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছেন বলে জানান তিনি। তবে রংপুর-৩ আসনে নির্বাচনে তার ও দলের কার্যক্রম প্রসঙ্গে কোন কথা বলতে রাজি হননি তিনি। মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করেন সাদ। ঢাকা থেকে বেলা ১টায় বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানে দলের নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। বিশাল বহর নিয়ে বিমানবন্দর থেকে অভ্যর্থনা দিয়ে সাদ এরশাদকে মাজার গেট পর্যন্ত নিয়ে যান জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সাদ এরশাদের সফরসঙ্গী হিসেবে আছেন সাদের স্ত্রী মাহিমা এরশাদ, প্রেসিডিয়াম সদস্য এস. এম ফয়সল চিশতী, সফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, সিনিয়র যুগ্ম-মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এমপি, যুগ্ম-মহাসচিব ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ নুরুল ইসলাম ওমর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ বেলাল হোসেন, জাপার কেন্দ্রীয় যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, কেন্দ্রীয় নেতা গোলাম হুমায়ুন কবির মীর, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির নেতা মোস্তফা মাসুদুজ্জামান মাসুদ ও আক্তারুজ্জামান খান প্রমুখ।
×