ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতি আর বৈষম্য দূর হলেই উন্নয়ন অর্থবহ হবে ॥ মেনন

প্রকাশিত: ০৯:৪১, ১৫ সেপ্টেম্বর ২০১৯

দুর্নীতি আর বৈষম্য দূর হলেই উন্নয়ন অর্থবহ হবে ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতি আর বৈষম্য দূর করলেই কেবল সবস্তরের মানুষ উন্নয়নের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারেন। সরকারী কর্মচারীদের ওপর তলার সঙ্গে নিচতলার এত বড় বৈষম্য স্বাভাবিকভাবেই সরকারী কর্মকা-ে প্রভাব ফেলে। অন্যদিকে দুর্নীতির দায়ে নিম্নস্তরের কর্মচারীরা হেনস্থায় পড়ে। অথচ উপর তলার যে দুর্নীতি তা এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। দুর্নীতি এখন একেবারেই প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে; একই সঙ্গে বৈষম্যও বটে এমন মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, বাংলাদেশকে আজকে এগিয়ে যেতে হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সবস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ দুটি বিষয়কে আমরা যদি জয় করতে পারি তাহলে আর পেছনের দিকে তাকাতে হবে না। এজন্য সবাইকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সামনের দিনগুলোতে এছাড়া আর বিকল্প নেই বলেও মনে করেন ১৪ দলের এই প্রভাবশালী নেতা। শনিবার বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০১৯-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×