ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রেফতার ২

ঝিনাইদহের এমপি হাইকে হত্যার চক্রান্ত ফাঁস

প্রকাশিত: ০৯:৩৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ঝিনাইদহের এমপি হাইকে হত্যার চক্রান্ত ফাঁস

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৪ সেপ্টম্বর ॥ ঝিনাইদহ ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে হত্যার চক্রান্ত ফাঁস হয়ে গেছে। এ বিষয়ে কথোপকথনের অডিও রেকর্ড পুলিশের হাতে আসার পর দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে। গ্রেফতার দু’জন হলো, শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রামের সবুর ওরফে ধোলা এবং একই গ্রামের খবিরুল। জবানবন্দীতে ধোলা কয়েকজনের নাম বলেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযানে নেমেছে পুলিশ। এদিকে আব্দুল হাই এমপির হত্যার ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার বিকেলে ঝিনাইদহ শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুুল হাই এমপির হত্যার পরিকল্পনার বিষয়ে তার ব্যক্তিগত সহকারী হাসিম রেজা বুধবার (১১ সেপ্টেম্বর) শৈলকুপা থানায় মামলা করেন এবং পুলিশের হাতে কথোপকথনের অডিও রেকর্ড তুলে দেন। শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে সবুর ওরফে ধোলাকে মামলায় প্রধান আসামি করা হয় ওই মামলায়। এরপর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধোলাকে ঝিনাইদহ আদালতে হাজির করা হয়। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ধোলা ষড়যন্ত্রকারী কয়েকজনের নাম প্রকাশ করে। পরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) খবিরুলকে পুলিশ গ্রেফতার করে। প্রবীণ নেতা আবদুল হাই খোলামেলা চলাফেরা করেন। তার ব্যক্তিগত কোন দেহরক্ষী নেই। ষড়যন্ত্র টের পাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শিল্পকলা একাডেমি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্বে করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ইসমাইল হোসেন, অশোক ধর, আব্দুল হাকিম, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর হোসেন, ওবাইদুর রহমান ঝন্টু, আব্দুল হান্নান, আশফাক মাহমুদ জন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালমা ইয়াসমিন, জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ প্রমুখ। এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। গোপনীয়তা রক্ষা করে তদন্তসহ গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এর নেপথ্যে কারা আছে তাও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। দ্রুতই তাদের গ্রেফতার করে আইনামলে আনা হবে।
×