ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৬ গুণী সংস্কৃতিজনকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৯:২৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯

২৬ গুণী সংস্কৃতিজনকে সম্মাননা প্রদান

মাজহার মান্না, কিশোরগঞ্জ ॥ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার রাতে ২৬ গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় আনুষ্ঠানিকভাবে এসব গুণীদের উত্তরীয় পরানোর পাশাপাশি সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ-বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এম.এ আফজল। এতে স্বাগত বক্তব্য রাখেন সদরের ইউএনও মোঃ আব্দুল কাদির মিয়া। আলোচনা পর্বে বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান ও দ্বিতীয় পর্বের সম্মাননা প্রদান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। ২০১৪-১৮ সালে সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন- অমর চন্দ্র শীল, বিজন কান্তি দাশ, শহীদুজ্জামান স্বপন, কাজল দেব ও মোঃ আবুল হাশেম প্রমুখ।
×