ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আল-আমিন সেলিমের অনু নাটক ‘অবেলায় অন্ধকার’

প্রকাশিত: ০৯:২২, ১৫ সেপ্টেম্বর ২০১৯

আল-আমিন সেলিমের অনু নাটক ‘অবেলায় অন্ধকার’

স্টাফ রিপোর্টার ॥ আওয়াজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসছে নিরাপদ সড়ক দিবসে প্রচারের জন্য নির্মিত হয়েছে অনু নাটক ‘অবেলায় অন্ধকার’। আল-আমিন সেলিমের রচনা ও পরিচালনা এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্যা মৃধা, আহাদ বাবু, মাজহার সৌমিক, জাফরিন খুকু, আব্দুস ছাত্তার, সুমন ও সালাউদ্দিন রাজু। রাজধানীর বাসাবো, রাজারবাগ ও বেগুনবাড়ির বিভিন্ন লোকেশনে নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। নাটকটির গল্পে দেখা যাবে গ্রামের সহজ-সরল যুবক কামাল ভালবেসে বিয়ে করে খালেদাকে। সুখেই চলছিল তাদের জীবন। তাদের জীবন-যাপন দেখে অনেক সময়েই ঈর্ষান্বিত হয় গ্রামবাসী। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে খালেদা। খালেদার ইচ্ছা পূরণ করতে একদিন গ্রাম ঘুরে দেখতে বের হয় কামাল ও খালেদা। আর তখনই সড়ক দুর্ঘটনায় তাদের সাজানো সংসারে নেমে আসে নির্মমতা। এভাবেই এগিয়ে যায় অনু নাটক ‘অবেলায় অন্ধকার’ গল্প। কাজী শাহিদুর রহমানের চিত্রায়নে নাটকটির আবহ সঙ্গীত ও সম্পাদনা করেছেন কাজী আরিফ। প্রযোজনা করেছেন মোঃ আইনুল হক।
×