ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএমএসের নতুন গান ‘বান্ধি নাইরে ঘর’

প্রকাশিত: ০৯:২১, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ডিএমএসের নতুন গান ‘বান্ধি নাইরে ঘর’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সুরকার ও কণ্ঠশিল্পী শফিক মাহমুদ। এফ এ সুমনের সুর ও সঙ্গীতে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘বান্ধি নাইরে ঘর’। গানটির কথা লিখেছেন আলভী রহমান তপু। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ছোট বেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা শফিক মাহমুদের। প্রথমে প্রিয় শিল্পীর গান নিজে নিজেই মুখস্থ করে গাইতেন তিনি। সেই গানেই আকৃষ্ট করেন কাছের মানুষদের। এরপর একাধিক ওস্তাদের কাছে গানের তালিম নিয়েছেন শফিক মাহমুদ। এই পর্যন্ত প্রায় ২০টির বেশি গান প্রকাশ করলেও ৩০টিরও বেশি গানে সুর দিয়েছেন শফিক মাহমুদ। তার সুরে গান গেয়েছেন এই সময়ের জনপ্রিয় অনেকেই। গানের কথার সঙ্গে মিল রেখে হৃদয় দোলানো গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন শামীম আহসান। এতে অভিনয় করেছেন আলভী রহমান তপু, মমি খান ও শামীম আহসান। আছেন শফিক মাহমুদ নিজেও। গানটি প্রসঙ্গে শফিক মাহমুদ জানান, এফ এ সুমন ভাইয়ের সুর ও সঙ্গীতে কণ্ঠ দিতে পেরেছি এটি আমার সঙ্গীত ক্যারিয়ারে বড় একটি প্রাপ্তি। অনেক সময় নিয়ে আমরা সবাই কাজটি করেছি। আশা করছি গান-ভিডিওটি সবার ভাল লাগবে। এফ এ সুমন বলেন, শফিক মাহমুদের কণ্ঠে আলাদা দরদ আছে, ওর গায়কী ভাল। গানের সঙ্গে থাকলে ও অনেকদূর যাবে। ওর জন্য শুভ কামনা থাকল। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গত বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করে ‘বান্ধি নাইরে ঘর’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
×