ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৈত্রী থিয়েটারের ‘বর্ণচোরা’ নাটকের ১৫০তম প্রদর্শনী

প্রকাশিত: ০৯:২০, ১৫ সেপ্টেম্বর ২০১৯

মৈত্রী থিয়েটারের ‘বর্ণচোরা’ নাটকের ১৫০তম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বুধবার সন্ধ্যা ৬-৩০ মিনিটে মৈত্রী থিয়েটারের জনপ্রিয় প্রযোজনা ‘বর্ণচোরা’ নাটকের ১৫০তম প্রদর্শনী হয়। এ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী থিয়েটারের সভাপতি নিয়াজ আহমেদ । অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনেক নাটকের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি নাটক ‘বর্ণচোরা’। ‘বর্ণচোরা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান আসাদ, মেরাজ আহমেদ, হামিদুর রহমান বাপ্পা, মিজানুর রহমান, আনাস, নিয়াজ আহমেদ, সুচনা তিসা, কান্তা, সিরাজুল ইসলাম, রাসেল নোমান, তানজীর, স্বপন আহমেদ, হাসিবুর রহমান হাসিব, শহিদুল ইসলাম সজল, রবিউল বাতেন ইবনে খৈয়াম মিজানুর রহমান, মোঃ আনাস হোসেন, বিমল মিত্র, রাজু আহমেদ রাফসান, অনিক নীল। নাটকের সঙ্গীত রোকেয়া আক্তার এ্যানি, আলো স্বপন আহমেদ, পোশাক হাসিবুল হক হাসিব, মেকআপ শহীদুল হাসান শাহী, প্রপস নাজমা আক্তার নীপা, মিলনায়তন ব্যবস্থাপনা হানিফ খান, আবু তাহের শান্ত, হাফিজুর রহমান হাফিজ, শারমীন সুলতানা নূপুর, আইভি রহমান, সালাউদ্দিন সোহাগ, নাজমুল হাসান, রবিউল, হিমেল, সামিয়া আক্তার, পার্থ বরুয়া, ফাহিমা জামান তিন্নি, আফসানা এষনা মন, জেসমিন, রোদেলা আভা, কাকলী, নয়ন, বাধন, ফারিয়া, ঝর্ণা ইসলাম ও সোলায়মান। প্রসঙ্গত, ২০১৩ সালে ১৮ মে মৈত্রী থিয়েটারের ২৩ বছর পূর্তি অনুষ্ঠানে ‘বর্ণচোরা’ নাটকটি ১০০তম প্রদর্শনীতে এই নাটকের নাট্যকার অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদকে সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও দলের অন্য প্রযোজনাসমূহের নির্দেশকদের সম্মাননা প্রদান করছে। মৈত্রী থিয়েটারের আরও একটি জনপ্রিয় নাটক মনোজ মিত্রের ‘পাখি’ নাটকের পরিকল্পনা ও নির্দেশক হামিদুর রহমান পাপ্পু, মনোজ মিত্রের আরও একটি নাটক ‘কেনারাম বেচারাম’-এর নির্দেশক কাজল মজুমদার, পথনাটক ‘ফিল্মি কারবার’-এর নির্দেশক কাজী শাহিদুর রহমানকে সম্মাননা প্রদান করছে। সেই সঙ্গে বর্ণচোরা নাটকের অভিনয় ও নেপথ্যে যারা কাজ করেছেন এবং দলের সদস্যদেরও সম্মান প্রদান করছে।
×