ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিনেত্রীর কারাদণ্ড

প্রকাশিত: ০৯:০২, ১৫ সেপ্টেম্বর ২০১৯

অভিনেত্রীর কারাদণ্ড

মার্কিন অভিনেত্রী ফেলিসিটি হাফম্যানকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ডেসপারেট হাউজওয়াইফ খ্যাত এ অভিনেত্রী ২০১৭ সালে মেয়েকে কলেজে ভর্তির উত্তরপত্রে গোপনে লিখে দেয়ার জন্য ১৫ হাজার দেয়ার কথা স্বীকার করেছেন। এ দণ্ডের পাশাপাশি হাফম্যানকে ২৫০ ঘণ্টা কমিউনিটি সার্ভিস এবং ৩০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। কৌঁসুলিরা অভিযুক্ত এ মার্কিন অভিনেত্রীর এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার ডলার জরিমানা চেয়েছিলেন। -বিবিসি মহাকাশ সহযোগিতা ফ্রান্স সম্প্রতি মহাকাশে নিজেদের উপগ্রহগুলোর নিরাপত্তার জন্য বিশেষ স্পেস কমা- ঘোষণা করেছে। রদেভু্যঁ এ্যান্ড প্রক্সিমিটিট অপারেশন (আরপিও) নামের কর্মসূচীটির উদ্দেশ্য মহাকাশে রুশ ও চীনা রোবোটিক উপগ্রহের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা। ফ্রান্স মহাকাশ গবেষণার ক্ষেত্রে শীর্ষ স্থানীয় দেশ না হলেও যুক্তরাষ্ট্র এক্ষেত্রে প্যারিসের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারে। ডিসেম্বরে ন্যাটোর শীর্ষ বৈঠকে ফ্রান্স বিষয়টি তোলা হবে বলে সেদেশের সশস্ত্র বাহিনী মন্ত্রী ফ্লোরেন্স পার্লে জানিয়েছেন। -স্পেস নিউজ
×