ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৬৫ সালেই ইসলামাবাদ দখল করত ভারত!

প্রকাশিত: ০৯:০০, ১৫ সেপ্টেম্বর ২০১৯

৬৫ সালেই ইসলামাবাদ দখল করত ভারত!

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত ১৯৬৫ সালের যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র। তখন কাশ্মীরে গণভোটের প্রশ্নও খারিজ করে দেয়া হয়েছিল। সেই যুদ্ধেই ভারতের সেনাবাহিনী ইসলামাবাদ দখল করে নিতো। সম্প্রতি এক গোপন মার্কিন নথি থেকে এ তথ্য মিলেছে। নথিতে বলা হয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধ যখন তুঙ্গে তখন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনকে একটি চিঠি লিখেন। শাস্ত্রী জানান, নিঃশর্ত যুদ্ধবিরতিতে ভারতের কোন আপত্তি নেই। তবে কাশ্মীরে গণভোটের দাবি কোন মতেই মানা সম্ভব নয়। ১৯৬৫ সালের ১৬ সেপ্টেম্বর লেখা এই চিঠিতে লাল বাহাদুর শাস্ত্রী একথাও জানিয়ে দেন যে, যা পরিস্থিতি তাতে ১৯৪৮ সালের এ সংক্রান্ত জাতিসংঘের প্রস্তাব আর খাটে না। দ্য ওয়াল। শাস্ত্রীর ওই চিঠি পাঠানোর আরেকটি কারণ ছিল। পাকিস্তানের তখনকার পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো যুক্তরাষ্ট্রের কর্তাব্যক্তিদের বলেছিলেন, পাকিস্তান দেশ হিসেবে যেকোন লাঞ্ছনা সইতে রাজি আছে। কিন্তু কোনভাবেই তারা কাশ্মীরের দাবি ছাড়বে না। ৬৫ সালের যুদ্ধে ভারতের সেনাবাহিনী যেদিন পাক ভূখ-ে পা রেখেছিল সেদিনই পাক প্রেসিডেন্ট আইয়ুব খান এবং পররাষ্ট্রমন্ত্রী ভুট্টোর সঙ্গে দেখা করেছিলেন ইসলামাবাদের মার্কিন রাষ্ট্রদূত ওয়াল্টার প্যাট্রিক ম্যাককোনাটি।
×