ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন নয়, ফের পুনর্গঠন করা হবে তিন পার্বত্য জেলা পরিষদ

প্রকাশিত: ১০:২২, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 নির্বাচন নয়, ফের পুনর্গঠন করা হবে তিন পার্বত্য জেলা পরিষদ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৩ সেপ্টেম্বর ॥ দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় নির্বাচন অনুষ্ঠিত হলেও তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন নয়, চেয়ারম্যানদের ঠিক রেখে সদস্য পদের ৫ পদের শূন্যস্থান পূরণ করে ফের পুনর্গঠন করা হবে তিন পার্বত্য জেলা পরিষদ। সূত্র জানায়, আইন অনুযায়ী জনগণের ভোটে তিন পার্বত্য জেলা পরিষদ গঠন হওয়ার কথা থাকলে বিগত বিভিন্ন সরকারের সময় থেকে সরকারদলীয় লোক মনোনয়ন দিয়ে পুনর্গঠন হয়ে আসছে পার্বত্য জেলা পরিষদ, এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মার্মা জানান, আমরা নির্বাচন চাই, নির্বাচন না হওয়া পর্যন্ত শুধু সরকারী দলের লোক দিয়ে নয়, সুশীল সমাজের প্রতিনিধিসহ সব দলের লোক নিয়ে পরিষদ গঠন করলে জনগণ উপকৃত হবে। পার্বত্য জেলা পরিষদে প্রথম ও শেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালের ২৫ জুন। এরপর আর নির্বাচনের উদ্যোগ নেয়া হয়নি। নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় জনগণের দাবি থাকলেও সরকার তিন পার্বত্য জেলা পরিষদে দলীয় লোক মনোনয়ন দিয়ে পরিচালনা করছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির আইনে বলা আছে, পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে প্রণীত পৃথক ভোটার তালিকায় ৩ পার্বত্য জেলায় পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জনগণের প্রত্যক্ষ ভোটে ১ জন চেয়ারম্যান এবং ৩৩ সদস্য নির্বাচিত হবে।
×