ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছাত্রদলের কাউন্সিলের সঙ্গে বিএনপি জড়িত নয় ॥ ফখরুল

প্রকাশিত: ১০:২২, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 ছাত্রদলের কাউন্সিলের  সঙ্গে বিএনপি  জড়িত নয় ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদলের কাউন্সিলের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতা ও আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। বিএনপি মহাসচিব অভিযোগ করেন- বর্তমান সরকার যে একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে, এই সংস্কৃতি অত্যন্ত ভয়াবহ। আদালতকে দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে সরকার। যা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। ১০ বছর ধরে এই কাজটি তারা করছে। তারাই কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে এসেছিলেন, তারাই আবার আদালতকে ব্যবহার করে কেয়ারটেকার সিস্টেম থেকে সরে গেলেন এবং দেশ ও জাতিকে স্থায়ীভাবে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলেন। ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালতের স্থগিতাদেশের ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে ফখরুল বলেন, ছাত্রদলের বিষয়ে এখন পর্যন্ত যা কিছু হয়েছে তা আইনসম্মতভাবেই হয়েছে। আমরা বিএনপি এর সঙ্গে কোনমতেই জড়িত নই। তিনি বলেন, ছাত্রদলের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানই সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানই পারেন এ সিদ্ধান্ত নিতে।
×