ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিশুদের টিকাদান কর্মসূচীতে অন্তর্ভুক্ত হচ্ছে ম্যালেরিয়ার টিকা

প্রকাশিত: ১০:২১, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 শিশুদের টিকাদান  কর্মসূচীতে অন্তর্ভুক্ত হচ্ছে ম্যালেরিয়ার টিকা

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বে প্রথমবারের মতো শিশুদের টিকাদান কর্মসূচীতে ম্যালেরিয়ার টিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই টিকা মশাবাহী রোগ ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বড় জয় এনে দেবে বলে আশা বিজ্ঞানীদের। শুক্রবার কেনিয়ার কিসুমু, কাকামেগা ও মোম্বাসায় ম্যালেরিয়ার টিকার প্রথম চালান পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, আগামী তিন বছর নিয়মিত টিকাদান কর্মসূচীতে তিন লাখের বেশি শিশুকে ম্যালেরিয়ার টিকা দেয়া হবে। খবর বিবিসির।
×