ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপকূলে বইছে ঝড়ো হাওয়া,বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

ভাদ্রের শেষ সময়ে টানা বৃষ্টি, কোথাও ভারি কোথাও গুঁড়ি গুঁড়ি

প্রকাশিত: ১০:১৫, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 ভাদ্রের শেষ সময়ে টানা বৃষ্টি, কোথাও ভারি কোথাও গুঁড়ি গুঁড়ি

স্টাফ রিপোর্টার ॥ ভাদ্রের শেষ সময়ে এসে অবশেষে দেখা মিলেছে টানা বৃষ্টির। শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ সারাদেশেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু প্রবল ও সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগরে রয়েছে প্রবল অবস্থায়। এ কারণে সারাদেশে ভারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে আজ শনিবার থেকে বৃষ্টির মাত্রা কমে আসবে। এবার আষাঢ় শ্রাবণের মতো ভাদ্রের আবহাওয়া ছিল বেশ রুক্ষ। পুরো ভাদ্র জুড়ে প্রচন্ড গরমে মানুষ অতিষ্ঠ ছিল। প্রতীক্ষা ছিল এক পশলা বৃষ্টির। ভাদ্রের তালপাকা গরমের হাত থেকে মুক্তির আশায় ছিল দেশবাসী। অবশেষে প্রকৃতি যেন পুরোদস্তুর বর্ষার রূপ নিয়েছে। দেশজুড়ে শুরু হয়েছে ভারি বর্ষণ। গরমের পর শীতল হাওয়ার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছেন উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে শুক্রবার সারাদিন সারাদেশে ভারি বৃষ্টির দেখা মিললেও আবহাওয়া অফিস বলছে আজ থেকে বৃষ্টি আবার কমে আসবে। ঢাকায় ফিরে আসবে রৌদ্রোজ্জল আবহাওয়া। এতে তাপমাত্রা বেড়ে যেতে পারে আগামী ৭ সপ্তাহে সারাদেশে বিচ্ছিন্ন বৃষ্টি হলেও টানা বৃষ্টি আর হবে না। তবে দেশের ওপর মৌসুমি বায়ু বিরাজমান থাকায় এ মাসে আরও বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আরিফ হোসেন। তিনি বলেন, মূলত মৌসুমি বায়ুর আধিক্যের কারণেই সারাদেশে ভারি বৃষ্টি হচ্ছে। সাারাদেশে বৃষ্টিপাত হলেও শরতের আবহাওয়ায় বৃষ্টিপাতে বেশ বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। শুক্রবার কোথাও ভারি বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি। কখনও আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে, পরক্ষণই আবার কখনও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন শরতের আবহাওয়ার ধরনটাই এমন। আকাশে প্রচুর কালো মেঘের উপস্থিতি আছে। বাতাসের কারণে এই মেঘগুলো স্থির থাকছে না। দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ভেসে যাচ্ছে। কালো মেঘ দ্রুত সরে যাওয়ায় স্বল্প দূরত্বের মধ্যেই বৃষ্টির তারতম্য হচ্ছে।
×