ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

ঢাবিতে গ ইউনিটের পরীক্ষা দিয়ে ভর্তি যুদ্ধ শুরু

প্রকাশিত: ০৯:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 ঢাবিতে গ ইউনিটের  পরীক্ষা দিয়ে ভর্তি যুদ্ধ শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কোন ধরনের অনিয়ম ও জালিয়াতির খবর ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে পরীক্ষার্থীদের প্রতি নানা রকমের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। শুক্রবার সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত ক্যাম্পাসের ৫৬ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৯,০৫৮ জন। টানা দুই বছরের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে এবার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছেন কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের সঙ্গে ৪৫ নম্বরের লিখিত প্রশ্নের উত্তর দিতে হয়েছে। নৈর্ব্যক্তিকের জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় পেয়েছেন তারা। পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন এবং অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ব্যবসায় অনুষদের দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, অনাকাক্সিক্ষত কোন ঘটনা ঘটেনি। এবার নতুন নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছে। এ সময় তিনি প্রশ্ন ফাঁসকারী ও জালিয়াত চক্রের ফাঁদে পা না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। ক্যাম্পাসে আগত পরীক্ষার্থীদের সেবায় দশটি কর্মসূচী পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পরীক্ষার আগের রাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা, সুপেয় খাবার পানি সরবরাহ, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের ব্যবহৃত কিন্তু পরীক্ষা কেন্দ্রে নেয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের বিশ্রামের জন্য চেয়ার, হাতপাখা ও খাবার পানির ব্যবস্থা করেছে সংগঠনটি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তথ্য কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তিচ্ছুদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়। পরীক্ষা কেন্দ্র পরিচিতির জন্য দিক নির্দেশক চিহ্নও বসিয়েছে ছাত্রলীগ। এছাড়া তাদের সুবিধার্থে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ কর্মসূচীর মাধ্যমে নীলক্ষেত মোড়, পলাশী মোড়, শাহবাগ মোড় ও দোয়েল চত্বর এলাকা থেকে পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে দেখা যায়। পরীক্ষার্থীদের প্রতি এ ধরনের সর্বাত্মক সহযোগিতার প্রশংসা করেছেন তাদের অভিভাবকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্তানদের নিয়ে ক্যাম্পাসে আসা বেশ কিছু অভিভাবক বলেন, সকাল থেকেই বৃষ্টি হওয়াতে এত ভিড়ের মধ্যে পরীক্ষা কেন্দ্র খুঁজে বের করা অত্যন্ত কষ্টের। তারাই এসে পরীক্ষার্থীদের কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছে। সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা এভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
×