ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

প্রকাশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘তোমারে করিব পাঠ’ আবৃত্তি প্রযোজনা

প্রকাশিত: ০৯:৪২, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 প্রকাশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘তোমারে করিব পাঠ’ আবৃত্তি প্রযোজনা

স্টাফ রিপোর্টার ॥ প্রতিষ্ঠার ২৮তম বর্ষ অতিক্রম করেছে দেশের প্রথম সারির আবৃত্তি দল প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন। প্রতিষ্ঠার ২৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আবৃত্তি প্রযোজনানুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে বুধবার সন্ধ্যায়। প্রথিতযশা কবিদের প্রেম ও ভালবাসার নির্বাচিত কবিতা নিয়ে ‘তোমারে করিব পাঠ’ শিরোনামের আবৃত্তি প্রযোজনাটি গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক বাচিক শিল্পী ফয়জুল আলম পাপপু। প্রয়াত আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয় এ অনুষ্ঠান। সংগঠনের শিল্পীদের কণ্ঠে পরিবেশিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’, ‘বিদায়’, ‘কুয়ার ধারে’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নদী পারের মেয়ে’, ‘গানের আড়াল’, কবি নির্মলেন্দু গুনের ‘আকাশ সিরিজ’, ‘এবারই প্রথম তুমি’, কবি রফিক আজাদের ‘যদি ভালবাসা পাই’, ‘ভালবাসার সংজ্ঞা’, কবি জসীম উদ্দীনের ‘কবিতা’, ‘হেলেনা’সহ অন্যান্য কবিদের রচিত ২৫ কবিতা নিয়ে সাজানো প্রযোজনাটি দর্শকের মন কাড়ে। আবৃত্তিতে অংশগ্রহণ করেন দোলন রাণী, মুনীর হোসাইন, মাহমুদা আখন্দ মমতা, তুহিন আহমেদ, সান্তনা রায়, সুফিয়া মেহেদী সঙ্গীতা, উম্মে ছোলাইম যুথী, মাহবুব রিমন, রাজিয়া সুলতানা পপি, শারমিন নাহার স্বর্ণা, সিদরাতুল আফিয়া মোহনা, আয়েশা ও ফয়জুল আলম পাপপু। প্রযোজনাটিতে ব্যবহার করা হয়েছে কয়েকটি রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের অংশ বিশেষ। মঞ্চ পরিকল্পনা করেছেন সিদরাতুল আফিয়া মোহনা। আবহসঙ্গীতে ছিলেন ডালিম বড়ুয়া। অনুষ্ঠান উপলক্ষে প্রকাশ হয় একটি স্মরণিকা। এর আগে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়জুল আলম পাপপুকে সংগঠনের পক্ষ থেকে আজীবন সম্মাননাস্বরূপ ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জিব দাশ ও অনুষ্ঠান সম্পাদক সরজ কুমার দেব।
×