ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চারঘাট-বাঘায় মাদকের কোন শেকড় থাকবে না ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:৪২, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 চারঘাট-বাঘায়  মাদকের কোন  শেকড় থাকবে না ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাট-বাঘায় মাদকের কোন শেকড় থাকবে না মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার যেভাবে দেশের উন্নয়ন করে চলেছে, তা বিগত কোন সরকারের আমলে হয়নি। তিনি বলেন, আমরা ২০২১ সালে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং সে লক্ষ্যে কাজও করছি। আমাদের লক্ষ্য, গ্রামকে শহরে পরিণত করা। সে জন্য আমরা শতভাগ বিদ্যুতায়নসহ গ্রামভিত্তিক নানা উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছি। শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা উপজেলার শেষ সীমানা রামচন্দ্রপুরের আওতাধীন ‘চারঘাট-২ (আড়ানী) ৩৩/১১ কেভি বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সামনে বছর ১৭ মার্চ একটু ভিন্ন আঙ্গিকে জাতীর পিতা বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মদিন পালন করা হবে। এ জন্য একটি কমিটি করা হয়েছে। সেখানে তিনি নিজেও সদস্য। তিনি বলেন, তার নির্বাচনী এলাকা চারঘাট-বাঘায় মাদকের কোন শেকড় থাকবে না। প্রতিমন্ত্রী বলেন, খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানা হয়েছে। এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। তিনি এলাকার উন্নয়নের কথা পূর্ণব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা আজ যে স্থানে দাঁড়িয়ে কথা বলছি তার পাশেই রয়েছে কালুহাটি পাদুকা শিল্পপল্লী। এটি আমাদের গর্ব। কারণ এখানে অনেক মানুষের বেকারত্ব দূর হয়েছে। আমরা চাই আমাদের এলাকায় আরও নানা রকম শিল্প গড়ে উঠুক। এ জন্য যদি সরকারী সহায়তা লাগে তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি সেটা দেখব। তিনি বলেন, আগামী ২/৩ বছরের মধ্যে বাংলাদেশের কোন এলাকায় কাঁচা কিংবা টিনের বেড়া যুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে না। এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। সভায় বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুত সমিত-২ এর অতিরিক্ত মহাব্যবস্থাপক মমিনুল ইসলাম, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী ও নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
×