ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী সারদা যাচ্ছেন কাল

প্রকাশিত: ০৯:৪০, ১৪ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী সারদা যাচ্ছেন  কাল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন আগামীকাল রবিবার। ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সারদা পুলিশ একাডেমি সেজেছে নতুন সাজে। সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে রং-বেরঙের আলোকসজ্জা, বেলুন, ফেস্টুন ছাড়াও একাডেমির ভেতরে-বাইরে সবখানেই লেগেছে নতুনের রূপ। নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢাকা হয়েছে সারদা পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা। প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন আহমদ জানান, আগামীকাল রবিবার ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গত কয়েকমাস ধরে একাডেমি কর্তৃপক্ষ অবিরাম চেষ্টা চালিয়ে অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একাডেমিকে সাজানো হয়েছে নতুন রূপে। আশপাশে গড়ে তেলা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বলয়। ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। পোশাক ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন প্রশাসনের বিভিন্ন দফতরের সদস্যরা। একাডেমির ঐতিহাসিক প্যারেড মাঠে সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
×