ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল গৃহবধূর

প্রকাশিত: ০৯:০১, ১৪ সেপ্টেম্বর ২০১৯

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ  গেল গৃহবধূর

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী, ১৩ সেপ্টেম্বর ॥ বোয়ালখালীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে রূপনা দাশ (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ছাগল চরানোর জন্য শুক্রবার সকালে ঘর থেকে বেরিয়েছিলেন। বিদ্যুতায়িত হয়ে একইসঙ্গে মারা গেছে গৃহপালিত ছাগলটিও। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব শাকপুরার যোগেশ দাশের পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ রূপনা দাশ একই এলাকার কানু দাশের স্ত্রী। তার ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছেলে ও ৩য় শ্রেণীতে পড়ুয়া এক মেয়ে রয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের অবহেলায় এ ঘটনা হয়েছে। নিহতের স্বামী কানু দাশ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের ন্যায় ঘরের গৃহপালিত ছাগল চরাতে ঘর থেকে বের হয় রূপনা। যাওয়ার সময় ঘরের পার্শ্ববর্তী জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় রূপনা ও ছাগলটি। বৈদ্যুতিক তার জমিতে ঝুলে পড়ার বিষয়টি বিদ্যুত অফিসে জানালেও কোন ব্যবস্থা না নেয়ায় এ ঘটনা ঘটেছে। আমি এর ন্যায়বিচার চাই। স্থানীয় বাসিন্দা অমিত দাশ, শারদ দাশসহ এলাকাবাসী জানান, ঘটনার আগেরদিন বৃহস্পতিবার যোগেশ দাশের পুরাতন বাড়ির পাশে থাকা খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার জমিতে ঝুলে পড়ে। বিষয়টি পল্লী বিদ্যুত অফিসের অভিযোগ কেন্দ্রে জানানো হলে বিকেল ৩টার দিকে দুইজন ব্যক্তি এসে দেখে যান।
×