ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক সুস্মিতা সেন

প্রকাশিত: ০৮:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক সুস্মিতা সেন

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ কোরিয়ায় ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৮তম আসর। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতা। যার গ্রান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন মিস ইউনিভার্স জয়ী অভিনেত্রী সুস্মিতা সেন। আগামী ২৩ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সেরা দশ প্রতিযোগীদের নিয়ে আয়োজিত গ্রান্ড ফিনালে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। অন্যান্য বিচারকের মধ্যে থাকবেন তুতলী রহমান, রুবাবা দৌলা, আতাহার আলী খানসহ দশজন। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বিচারক হিসেবে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক।
×