ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিবিএসের ‘জাতির জনককে জানো’ শীর্ষক আয়োজন

প্রকাশিত: ০৮:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 পিবিএসের ‘জাতির জনককে জানো’ শীর্ষক আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ ‘আজকের বাংলাদেশ বিশ্বের দরবারে যেখানে আসীন হয়েছে তা বঙ্গবন্ধুর অবদান। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতির পরিপ্রেক্ষিতে এখন বিভিন্ন ভাষায় অনূদিত হচ্ছে। সেখানে তিনি কি বলেছিলেন, কেন বলেছিলেন সেসব নিয়ে গবেষণা হচ্ছে। তার অসাম্প্রদায়িক ভাবনা, মানবতা, দৃঢ় নেতৃত্ব, দেশপ্রেম, মাতৃভাষাপ্রীতি, মূল্যবোধের জায়গাগুলো বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে। বঙ্গবন্ধুর এই বিশ্ব দরবারে আসীন হওয়াকে আমাদের মনেপ্রাণে ধারণ করতে হবে’ একঝাঁক শিশু-কিশোর ও শিক্ষার্থীদের কথাগুলো বলছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। পাঞ্জেরী পাবলিকেশন্সের সহযোগী প্রতিষ্ঠান পিবিএসের বঙ্গবন্ধু মঞ্চে ‘জাতির জনককে জানো’ শীর্ষক আয়োজনে তিনি কথাগুলো বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শকে শিশুদের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্যোগের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে শুক্রবার সকালে পিবিএসের বঙ্গবন্ধু মঞ্চে এ অনুষ্ঠান হয়। এদিন শিশু-কিশোর ও শিক্ষার্থীদের সঙ্গে জাতির জনকের জীবন-ইতিহাসের নানা দিক নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও পশ্চিম বাংলার বঙ্গবন্ধু গবেষক সুব্রত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীতা ইমাম। উপস্থিত ছিলেন পাঞ্জেরী পাবলিকেশন্সের চেয়ারম্যান কামরুল হাসান শায়ক।
×