ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ার কাহালুতে দুই বাংলার নাট্যোৎসব

প্রকাশিত: ০৮:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 বগুড়ার কাহালুতে দুই  বাংলার নাট্যোৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়ার কাহালুতে উপজেলা অডিটরিয়ামে ‘দুই বাংলার নাট্য উৎসব ২০১৯’ শুক্রবার শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম সংগঠন কাহালু থিয়েটার এ উৎসবের আয়োজন করে। এই উৎসবে দুইদিনে তিনটি নাটক মঞ্চায়িত হচ্ছে। উৎসবের প্রথমে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় কাহালু থিয়েটারের নাট্যকর্মীরা। শুক্রবার সন্ধ্যা সাতটায় উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মোঃ নজরুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুনু, কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুনসুর রহমান তানসেন। প্রধান অতিথি এবং ভারতের বিষাণ নাট্য সংস্থাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বগুড়া জেলা পুলিশ বিভাগ। উৎসবের প্রথম দিন কাহালু থিয়েটার ড. সেলিম আল দীন রচিত এবং আব্দুল হান্নান নির্দেশিত নাটক ‘গ্রন্থিকগণ কহে’ নাটক মঞ্চায়ন করে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহাজাদ আলী বাদশা, সিরাজুল ইসলাম, ফারহা রহমান স্মৃতি, মুনসুর রহমান তানসেন, সাইফুল ইসলাম, সায়ন্তিকা সরকার, ঐশ্বর্য লাবনী, ফরিদুর রহমান ফরিদ, গোলাম রব্বানী, আব্দুর রশিদ বুলু, আব্দুল হান্নান, আবু বক্কর সিদ্দিক, আব্দুল আজিজ, মুনসুর রহমান সরদার প্রমুখ। নাটকের আবহ সঙ্গীতে সুবাস চন্দ্র দাস মিঠু, সেকেন্দার আলী মুন্সী, আব্দুল আজিজ এবং সিদ্দিকুর রহমান। নাটকটি প্রযোজনায় সহযোগিতায় কলেজ থিয়েটার, বগুড়া থিয়েটার, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার।
×