ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ১২:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০১৯

ফ্যাশন সংবাদ

পারিজা ফ্যাশন শরতের নীলাম্বর দিনের ফ্যাশন কালেকশনে পারিজা ফ্যাশন হাউসে এসেছে দেশী-বিদেশী নানা রঙের চমৎকার ড্রেস। নারায়ণগঞ্জের অদূরে রূপগঞ্জের ভুলতা বাসস্ট্যান্ড বাণিজ্যিক জোনের রাবেত আল হাসান শপিং সেন্টারের দোতলার (৫০/৫২) পারিজার আউটলেটে পাওয়া যাচ্ছে টিনএজ এবং ছেলে ও মেয়ে শিশুদের সুতি, জর্জেট, ফুলস্লিভ, হাফস্লিভ, ল্যাগিংস এবং বেবী স্যুট, গেঞ্জিসহ পছন্দের রুচিশীল পোশাক। উল্লেখ্য, ছাত্রীদের জন্য রয়েছে ১৫% ডিসকাউন্ট এবং অনলাইনে কেনাকাটার সুব্যবস্থা। সদ্য দ্বার উন্মোচিত ফ্যাশন হাউস পারিজা’র স্বত্বাধিকারী মিসেস লায়লা পারভিন বলেন, দেশীয় বস্ত্রের পোশাক বিপণনের জন্যই আমাদের এ বুটিক শপটি প্রতিষ্ঠা করেছি। যেন এ অঞ্চলের ফ্যাশন সচেতন মানুষ- রুচিশীল, মার্জিত, আধুনিক কনসেপ্টের সমন্বয়ে তৈরি পোশাক ব্যবহারের সুযোগ পায়। আমাদের প্রত্যাশা ক্রেতার চাহিদা পূরণে ‘পারিজা ফ্যাশন’ সব সময়ই কয়েক ধাপ এগিয়ে থাকবে। মোবাইল : ০১৯৬০৫০৭৫৯৯ মোবাইল : ০১৯৬০৫০৭৫৯৯ রেডিয়েন্ট বনসাই প্রদর্শনী চলবে প্রতিদিন (সকাল ১০টা-রাত ৮টা পর্যন্ত), ১২-১৫ সেপ্টেম্বর ২০১৯ (বৃহস্পতি, শুক্র, শনি, রবি), ডব্লিউ, ভি, এ মিলনায়তন (লিফট এর -১), বাড়ি: ২০, সড়ক: ২৭, ধানম-ি, ঢাকা। আয়োজনে : রেডিয়েন্ট বনসাই সোসাইটি। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত। রং বিডি ফ্যাশন মানেই ব্যক্তিত্বের সতেজতা। নিজের ব্যক্তিত্বকে আরও জমকালো করে তুলে ধরতে ফ্যাশনেবল হওয়া চাই। আধুনিক ফ্যাশনের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে রং বিডি অনলাইন শপ। আকর্ষণীয় এবং রুচিশীল ড্রেস কালেকশন নিয়ে পরিপূর্ণ এই রং বিডি অনলাইন শপ। তার মধ্যে কারচুপি, এমব্রয়ডারি, ওয়েস্টার্ন ক্যাটেগরি উল্লেখযোগ্য যা রমণীদের প্রথম পছন্দ। ড্রেসের মান এবং ডিজাইনের ওপর বিশেষ নজর রাখছে রং বিডি অনলাইন শপ। ইতোমধ্যে, ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে রং বিডি যা সমাজের জন্য কল্যাণকর। বিনংরঃব : িি.িৎড়হমনফ.হবঃ, ঋধপবনড়ড়শ ষরহশ :িি.িভধপবনড়ড়শ.পড়স/ ৎড়হমনফ.হবঃ, ০১৩১৫৮৭৪৪৫৬ নিউ ইয়র্ক ফ্যাশন উইক যুক্তরাষ্ট্রে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্ক ফ্যাশন উইক। মিস উইনিভার্স থেকে শুরু করে বিশ্বের নামিদামি সুপার মডেলরা এই মঞ্চে ক্যাটওয়াক করেন। নিউইয়র্ক ফ্যাশন উইকে, ২০২০ সালের বসন্ত ও গ্রীষ্মকালীন পোশাকের প্রদর্শনী নিয়ে হাজির হয়েছেন বিশ্বের খ্যাতনামা সব ফ্যাশন ডিজাইনার ও মেকআপ আর্টিস্টরা। বিশ্ববিখ্যাত সব ফ্যাশন ডিজাইনার ও মডেলদের মিলন মেলার উপলক্ষ নিউইয়র্ক ফ্যাশন উইক ২০২০। নিউ ইয়র্ক ফ্যাশন উইকে এবারই প্রথম বাংলাদেশী কোন কসমেটিকস ব্র্যান্ড তাদের পণ্য উপস্থাপন করেছে।
×