ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন ৩১ রেকর্ড

শেষ হলো জাতীয় বয়সভিত্তিক সাঁতার

প্রকাশিত: ১২:০০, ১৩ সেপ্টেম্বর ২০১৯

শেষ হলো জাতীয় বয়সভিত্তিক সাঁতার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সাইফ পাওয়ারটেক ৩৩তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিংয়ে শেষ হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৫১ স্বর্ণ, ৫৮ রৌপ্য এবং ৩৫ ব্রোঞ্জ পদক পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আনসার ২৪ স্বর্ণ, ১৭ রৌপ্য এবং ১৯ ব্রোঞ্জ পদক জিতে রানার্সআপ হয়। ৭ স্বর্ণ পদক পেয়ে ৪ নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে বালকদের মধ্যে বিকেএসপির মোঃ মোবারক হোসেন শ্রেষ্ঠ সাঁতারু এবং ৭ স্বর্ণ পদক পেয়ে একটি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে বালিকা বিভাগে বাংলাদেশ আনসারের এনি খাতুন শ্রেষ্ঠ সাঁতারু নির্বাচিত হয়। দলগত চ্যাম্পিয়ন বিকেএসপি ও দলগত রানার্সআপ বাংলাদেশ আনসার দলকে ট্রফি প্রদান করা হয়। শ্রেষ্ঠ বালক ও বালিকা সাঁতারুকেও দেয়া হয় ট্রফি । প্রতিযোগিতার সমাপনী দিনে ২২ ইভেন্টের মধ্যে ৮টিতে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। সাঁতারে প্রথমদিনে ৯টি ও দ্বিতীয়দিনে ১১টি, তৃতীয়দিনে ৮ ও ডাইভিং-এ ৩টিসহ মোট ৩১ ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয় এবার। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় তিনদিনে সাঁতারে ১০০ ইভেন্ট ও ডাইভিংয়ে ৩ ইভেন্ট (১ মিঃ স্প্রিং বোর্ড, ৩ মিঃ স্প্রিং বোর্ড ও ৫ মিঃ প্লাটফর্ম ডাইভিং) মোট ১০৩ ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও সুইমিং ফেডারেশনের সভাপতি এ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।
×