ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রবীন্দ্র-নজরুলের গানে মেহরীন...

প্রকাশিত: ১৩:২২, ১২ সেপ্টেম্বর ২০১৯

রবীন্দ্র-নজরুলের গানে মেহরীন...

‘মেহরীন’ যার গানে মুগ্ধ পপ ভক্তরা। আলোচিত পপ গানেই যাকে দেখা গিয়েছে বেশি। সেই পপ তারকাই এবার ভক্তদের মাঝে আবির্ভাব হচ্ছেন নতুন আঙ্গিকে, ভিন্নতাকে সঙ্গী করে। বাংলা সাহিত্যের জনপ্রিয় ব্যক্তিত্ব বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বন্ধুত্ব নিয়ে নতুন এক এ্যালবামে গান করেছেন মেহরীন। এ্যালবামটিতে দুই কবির প্রায় ১০টি গান রয়েছে। এ্যালবামের নাম দিয়েছেন ‘বন্ধুতা’। বিশ^কবির সঙ্গে জাতীয় কবির বন্ধুত্বের বিষয়টি এই এ্যালবামে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই কথাই সাংবাদিকদের জানাতে গিয়ে মেহরীন বলেন, ‘কাজী নজরুল ইসলামের বয়স যখন ২২ বছর তখন নাকি একটি সভায় রবীন্দ্রনাথ ঠাকুর মঞ্চে ডেকে তাকে পাশে বসান। উপস্থিত অনেকেই এ দৃশ্য দেখে চমকে উঠেন। আসলে মূল কথা হলো রবীন্দ্রনাথ খুব ভাল করেই প্রতিভাটা টের পেয়েছিলেন। বয়সের অনেক প্রার্থক্য থাকলেও তাদের মধ্যে যে সাহিত্যিক বন্ধুত্ব ছিল, এটাকে কেন্দ্র করেই এই এ্যালবাম। এ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার সঙ্গীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায়। এ নিয়ে দুই বাংলার মানুষের মধ্যেই বিরাজ করছে এক ভিন্ন রকম উল্লাস। কেননা এই প্রথম দুই কবির গান নিয়ে এ্যালবাম প্রকাশ করলেন পপ ঘরানার এই শিল্পী। মেহরীনও এ্যালবামটি নিয়ে মহাখুশিতে আছেন। পপ দুনিয়ার বাইরে গিয়ে এমন কাজ করতে পেরে বেশ খোশ মেজাজেই আছেন তিনি। মেহরীন বলেন, ‘ছোটবেলায় আমি ওস্তাদ সুধীন দাশের কাছে গান শিখতাম। তিনি কিন্তু অবলীলায় এই দুই শিল্পীর গান করতেন। গান শেখানোর সময় তিনি বার বার বলতেন, এই দুই শিল্পীর গান অবশ্যই করতে হবে। সেখান থেকেই কবি নজরুল ও রবীন্দ্রনাথ মনে গেথে যান। ’ গানগুলো নিজের ওয়েবসাইট মেহেরীন ডট নেটে পাওয়া যাচ্ছে। আপনি ইচ্ছা করলেই সেখানে গিয়ে গানগুলো শুনতে পারেন। তবে মনে রাখতে হবে প্রতি গানের ৩০ সেকেন্ড সবার জন্য উন্মুক্ত। পুরোটা শুনতে গানপ্রতি ২৫ টাকা খরচ করতে হবে। আনন্দকণ্ঠ ডেস্ক
×