ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র‌্যাম্বো ॥ লাস্ট ব্লাড

প্রকাশিত: ১৩:২২, ১২ সেপ্টেম্বর ২০১৯

র‌্যাম্বো ॥ লাস্ট ব্লাড

সুমন্ত গুপ্ত হলিউডের ছবি যারা দেখতে পছন্দ করেন তাদের মধ্যে এমন কেউ নেই ‘র‌্যাম্বো’কে চেনে না। সময়ের ধারায় হলিউডে যতই এ্যাকশন ছবি, সুপারহিরোদের ছবি মুক্তি পাক না কেন র‌্যাম্বো ছবিটি আজও হলিউডের প্রথম সারির সর্বকালের এ্যাকশন ছবির মধ্যে অন্যতম। ১৯৮২ সালে ‘র‌্যাম্বো’ সিরিজের প্রথম কিস্তি ‘ফার্স্ট ব্লাড’ মুক্তি পায়। ৩৭ বছর পর ২০১৯ সালে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় সিরিজটির পঞ্চম ও শেষ কিস্তি ‘র‌্যাম্বো : লাস্ট ব্লাড’। স্ট্যালনের স্ট্যালনের বয়স ৭৩ পেরিয়েছে। এই বয়সে শরীর আর সায় দিচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে এক সাক্ষাতকারে স্ট্যালন জানিয়েছিলেন তিনি আর র‌্যাম্বো সিরিজ দীর্ঘায়িত করবেন না। এই কথায় হৃদয় ভেঙেছিল বহু সিনেমাপ্রেমীদের। তারা যে আরও একবার এই মাসল ম্যানের হাতে মেশিনগান চলতে দেখতে চায়। সেই সময় র‌্যাম্বো খ্যাত সিলভেস্টার বলেছিনে, ২০০৮ সালে ‘র‌্যাম্বো-৪’ দিয়েই নাকি তিনি সন্তুষ্ট। আর এই সিরিজের সিনেমা করবেন না। তার ভাষায়, কোনকিছু দিয়ে সন্তুষ্টি এসে গেলে পরবর্তী সময়ে আর সেই ছবি করতে ইচ্ছা করে না। সেই সময়ে ‘র‌্যাম্বো’ প্রেমীরা আশাহত হয়েছিলেন। অনেকেই তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধও করেন। শেষ পর্যন্ত সকল ‘র‌্যাম্বো’ প্রেমীদের জন্য তিনি আবার ফিরে আসছেন ‘র‌্যাম্বো’ সিরিজের পঞ্চম ও শেষ ছবি ‘র‌্যাম্বো : লাস্ট ব্লাড’। এই সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি। আর এটাই হতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা। সিনেমার নামও নাকি তাই রাখা হয়েছে ‘লাস্ট ব্লাড’ নামে। কারণ, ১৯৮২ সালে ‘ফার্স্ট ব্লাড’ নামে ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল। এই কিস্তিতে দেখানো হবে আমেরিকার অভিবাসী সমস্যা ও মেক্সিকোর ড্রাগ ব্যবসা। চলচ্চিত্রটির শূটিং হয়েছে বুলগেরিয়ায়। এটি পরিচালনা করেছেন আদ্রিয়ান গুরুনবার্গ। এতে আরও অভিনয় করেছেন পাজ ভেগা, সার্জিও এবং ইভেত্তে মোনরেল। যৌথভাবে চিত্রনাট্য করেছেন স্ট্যালন ও গুরুনবার্গ দুজনই। ২০০৮ সালে চতুর্থ কিস্তি করার পর ১০ বছরের ব্যবধানে মুক্তি পাচ্ছে শেষ কিস্তি। এ্যাকশনে ভরপুর সাড়া জাগানো ‘র‌্যাম্বো’র প্রথম কিস্তি মুক্তির সময় স্ট্যালোনের বয়স ছিল ৩৬, আর শেষপর্বে তিনি এখন ৭৩ বছরে। ১৯৮৫ সালে ‘র‌্যাম্বো : ‘ফার্স্ট ব্লাড পার্ট টু’, ১৯৮৮ সালে মুক্তি ‘র‌্যাম্বো থ্রি’ এবং সর্বশেষ ২০০৮ সালে পুনর্নির্মাণ করা হয় ‘র‌্যাম্বো’।
×