ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী ভুল করেননি তা প্রমাণ করা হবে ॥ নানক

প্রকাশিত: ১২:৩৭, ১২ সেপ্টেম্বর ২০১৯

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী ভুল করেননি তা প্রমাণ করা হবে ॥ নানক

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সফল হবে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। রোহিঙ্গা ইস্যুতে সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে তার সরকারই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মাধ্যমে প্রমাণ করবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি ভুল করেননি। বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জš§দিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, আমি বিএনপির কাছে প্রশ্ন করতে চাই- এই রোহিঙ্গা তো আপনাদের সময়ও এসেছিল। তখন কেন রোহিঙ্গাদের ফেরত দেননি? যে রোহিঙ্গারা এসেছে শেখ হাসিনা সরকার তাদের ফেরত পাঠাবেই। আমাদের নেত্রী (শেখ হাসিনা) যে কথা বলেন, সে কথা পালন করেন। উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মির্র্জা আজম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। যুবলীগ দক্ষিণের বর্ধিত সভা ॥ এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জš§দিন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৮ সেপ্টেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এই জনসভা সফল করতে বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে যুবজাগরণের অফিসে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, হারুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান মাসুদ, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।
×