ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ১২:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

হাবিপ্রবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় রেজিস্ট্রার প্রফেসর ডাঃ ফজলুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. খালিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ে ৬ তলা ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় ১০ তলা বিশিষ্ট আরও দুটি ছাত্র ও একটি ছাত্রী হল তৈরি করার ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×