ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে হাউজিং জমির জন্য ২৮ বাড়ি ভাংচুর ॥ আহত ২৫

প্রকাশিত: ১২:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

কেরানীগঞ্জে হাউজিং জমির জন্য ২৮ বাড়ি ভাংচুর ॥ আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১১ সেপ্টেম্বর ॥ কেরানীগঞ্জে ‘বামনশুর মডেল টাউন’ নামে একটি হাউজিং কোম্পানির ক্যাডাররা ২৮টি বাড়ি ভাংচুর করেছে। এ সময় তাদের হামলায় নারী, শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে রাশিদা বেগম (৪৫) নামে এক নারীকে মূমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাপাতি দিয়ে তার মাথায় কোপানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত বামনশুর এলাকায় এ তা-ব চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ হামলাকারীকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। অভিযোগ উঠেছে, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটনের ইন্ধনে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বামনশুর মডেল টাউনের ব্যবস্থাপনা পরিচালক। তবে হামলার অভিযোগ অস্বীকার করে সালাউদ্দিন লিটন জানান, তার লোকজন হামলার ঘটনায় জড়িত নয়। তৃতীয় কোন পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দা বৃদ্ধ রাবেয়া খাতুন জানান, বামনশুর মডেল টাউনের পাশে জমি কিনে দীর্ঘদিন ধরে বেশ কিছু পরিবার ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু হাউজিংয়ের সীমানা সম্প্রসারণের জন্য কোম্পানির চোখ পড়ে ওই নিরীহ বাসিন্দাদের ঘরবাড়ির ওপর। তারা নানাভাবে বাসিন্দাদের সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে বাসিন্দারা রাজি না হওয়ায় মঙ্গলবার শতাধিক ক্যাডার চাপাতি, লোহার রড, লাটিসোটা নিয়ে ওই এলাকায় গিয়ে বাড়িঘর থেকে জোরপূর্বক বাসিন্দাদের বের করে দেয়ার চেষ্টা করে। এ সময় ২৮টি বাড়ি তারা ভাংচুর করে। অনেক বাড়িতে তারা লুটপাট চালায়। সন্ত্রাসীদের এমন কর্মকা-ে বাধা দিতে গেলে বাসিন্দাদের ওপর তারা হামলা চালায়। এতে ২৫ জন গুরুতর আহত হয়।
×