ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১২:১৪, ১২ সেপ্টেম্বর ২০১৯

সাতক্ষীরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্র ইমরান হোসেনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমরান হোসেন কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের কেরামত হোসেনের ছেলে এবং আলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। জানা গেছে, ইমরান হোসেন ঘরের সিলিং ফ্যান থেকে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে রাতে কলারোয় হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। শেরপুরে দুইজন নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, পৃথক ঘটনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে পারভীন বেগম (৩৫) ও হাজেরা বেগম (৭০) নামে ২ নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক নারী। বুধবার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় ওই ঘটনা ঘটে। জানা যায়, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারীপাড়া গ্রামের জাহেদ আলীর স্ত্রী পারভীন বেগম বুধবার বেলা ১১টার দিকে তার নিজ ঘরের ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। এদিকে শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের মৃত আশকর আলীর স্ত্রী হাজেরা বেগম বুধবার দুপুরে তার বসতঘরের বিদ্যুতের তারে আগুন দেখে সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হন। সৈয়দপুরে কাঠমিস্ত্রি স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল জাহিদুল ইসলাম (২৪) নামে এক কাঠমিস্ত্রির। মঙ্গলবার রাত আটটার দিকে সৈয়দপুর উপজেলার হাজারীহাট বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাঠমিস্ত্রির মৃত্যু হয়। উক্ত কাঠমিস্ত্রি উপজেলার খাতামধুপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে কাঠের ফার্নিচার তৈরির জন্য ডিজাইন যন্ত্রে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তার বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় জাহিদুল। বগুড়ায় শিশু স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সদরে ইসলামপুর হরিগাড়ি এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোহন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, হরিগাড়ি এলাকায় মোস্তফার ছেলে মোহন মঙ্গলবার বিকেলে ছিলিমপুর হরিগাড়ি সড়কের পার্শ্বে একটি নির্মাণাধীন বাড়ির ওপরে ওঠে। নির্মাণাধীন বাড়ির রডের সঙ্গে বিদ্যুতের মূল লাইন লেগে ছিল। শিশু মোহন নির্মাণাধীন ভবনের ছাদে খেলার জন্য ওঠলে সে বিদ্যুতস্পৃষ্ট হয়।
×