ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ১২:১০, ১২ সেপ্টেম্বর ২০১৯

টুকরো খবর

বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে র‌্যাব-১১-এর সদস্যের সঙ্গে বন্দুকযুদ্ধে মোঃ হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) নামে এক শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার চেংরাকান্দি এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দুইজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা মাদক কারবারিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করে। এ সময় তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- প্রাইভেটকারের চালক কামাল হোসেন এবং নিহত হৃদয়ের দুই সহযোগী জহিরুল ইসলাম ডলার ও সেলিম। নিহত হৃদয় সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে। নিহত হৃদয় সোনারগাঁও থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। হৃদয়ের বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১৭টি মামলা রয়েছে। স্তন কেটে হাজতে ভুয়া চিকিৎসক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ সেপ্টেম্বর ॥ চিকিৎসার নামে স্তন ক্যান্সারে আক্রান্ত এক নারীর স্তন কেটে ফেলার অভিযোগে মানিক তালুকদার নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে খালিয়াজুরি উপজেলার পাঁচহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিক তালুকদারের বাড়ি পার্শ^বর্তী মদন উপজেলার কাতলা গ্রামে। পুলিশ জানায়, মানিক তালুকদার দীর্ঘদিন ধরে পাঁচহাট বাজারের ইকবাল হোমিও হলে চেম্বার খুলে চিকিৎসা করে আসছিলেন। পাঁচহাট গ্রামের শেফালী খাতুন নামে এক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হলে তিনি ২০ হাজার টাকার বিনিময়ে তার চিকিৎসা করেন। মানিক তালুকদার সার্জারির নামে ওই নারীর স্তন কেটে ফেললে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ওই নারী থানায় অভিযোগ জানান। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে পাঁচহাট বাজার থেকে মানিককে গ্রেফতার করা হয়। ১৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার তিন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর টেরিবাজার কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবা উদ্ধার এবং ২ মাদ্রাসা ছাত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, কোতোয়ালি থানা পুলিশ মঙ্গলবার ভোরে টেরিবাজার এলাকার হোটেল আল ইমামের একটি কক্ষে অভিযান চালিয়ে আবু তাহের ও এহসান উল্লাহ নামের দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করে। এ অভিযানে উদ্ধার হয় ১৪ হাজার পিস ইয়াবা, যার দাম প্রায় ৪২ লাখ টাকা। সাতটি বান্ডেলে ১০ প্যাকেট করে মোট ৭০ প্যাকেটে ছিল ইয়াবাগুলো। অবৈধ পলিথিন কারখানার সন্ধান স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত ও দিনাজপুর র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে দুইটি অবৈধ পলিথিন তৈরির কারখানার সন্ধান পেয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে তারা। বুধবার দুপুর দুইটায় পৌর শহরের সুজাপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের পাশে করতোয়া কুরিয়ার সার্ভিসের ফুলবাড়ী শাখার এজেন্ট আনিছুর রহমানের বাড়িতে ও ঢাকামোড় দুলাল মার্কেটে অভিযান চালিয়ে এই দুটি অবৈধ পলিথির তৈরির কারখানার সন্ধান পান যৌথ দল। বৃষ্টিতে দেয়াল ধসে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, কক্সবাজার, ১১ সেপ্টেম্বর ॥ মহেশখালীতে প্রবল বর্ষণে কাঁচাঘরের দেয়াল ধসে মাটি চাপা পড়ে সোমাইয়া আক্তার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুর মা ও এক ভাই গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা গ্রামে। নিহত শিশু সোমাইয়া এলাকার আবদুল গফুরের মেয়ে।
×